ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

খেলা

মনশেনগ্লাডবাখের ১৪ মিনিটের জাদুতে ভূপাতিত বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
মনশেনগ্লাডবাখের ১৪ মিনিটের জাদুতে ভূপাতিত বায়ার্ন ছবি : সংগৃহীত

ঢাকা: জার্মানির বুন্দেসলিগার চলতি আসরে ১৪ ম্যাচে অপরাজিত থাকা বায়ার্ন মিউনিখকে হারিয়েছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ। উড়ন্ত বায়ার্নকে টেনে মাটিতে নামাতে ৩-১ গোলের জয় পায় মনশেনগ্লাডবাখ।



মনশেনগ্লাডবাখের মাঠে আতিথ্য নিয়ে পেপ গার্দিওলার শিষ্যরা হেরে আসলেও ১৫ ম্যাচ শেষে বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি ধরে রেখেছে। সর্বোচ্চ ৪০ পয়েন্ট অর্জন করেছে জার্মানির সফলতম দলটি।

ম্যাচের প্রথমার্ধে একের পর এক আক্রমণ চালানো বায়ার্নকে রুখে দেয় স্বাগতিকরা। ফলে গার্দিওলার শিষ্যরা কোনো গোলের দেখা না পেয়েই বিরতিতে যায়। বিরতির পর ১৪ মিনিটের ব্যবধানে বায়ার্নকে ম্যাচ থেকে ছিটকে দেয় মনশেনগ্লাডবাখ।

নিজেদের মাঠে ৫৪ হাজারেরও বেশি দর্শকদের মাতিয়ে স্বাগতিকরা ম্যাচের ৫৪ মিনিটেই লিড নেয়। সুইডিশ তারকা অস্কার ভেন্তের গোলে ১-০তে এগিয়ে যাওয়া মনশেনগ্লাডবাখ ম্যাচের ৬৬ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায়। দলকে দ্বিতীয় গোলটি উপহার দেন লার্স স্টিনডল। আর ৬৮ মিনিটের মাথায় দলের তৃতীয় গোলটি করেন ফ্যাবিয়ান জনসন। মাত্র ১৪ মিনিটের ব্যবধানেই ওলট-পালট হয়ে যায় বায়ার্ন।

বায়ার্নের গোলমেশিন খ্যাত লেভানোডফস্কিকে ম্যাচের ৭৫ মিনিটের মাথায় তুলে নেন গার্দিওলা। তার বদলি হিসেবে প্রায় নয় মাস পর মাঠে নামেন ফরাসি তারকা ফ্রাঙ্ক রিবেরি। গোড়ালির চোট কাটিয়ে মাঠে ফিরেই গোল করতে রিবেরির সময় লাগে মাত্র ৬ মিনিট। ম্যাচের ৮১ মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন তিনি। তাতে কেবল ব্যবধানটাই কমে!

বায়ার্নের হয়ে মাঠে নামেন ম্যানুয়েল ন্যুয়ের, ফিলিপ লাম, রাফিনহা, বোয়েতাং, জাবি অলোনসো, ভিদাল, থমাস মুলার, লেভানোডফস্কি, সেবাস্তিয়ান রোডে আর ফ্রাঙ্ক রিবেরির মতো তারকারা।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, ০৬ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।