ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

খেলা

সিরিআ লিগে পয়েন্ট খোয়ালো মিলান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
সিরিআ লিগে পয়েন্ট খোয়ালো মিলান ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান সিরিআ লিগে দুর্বল কারপির সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট খোয়ালো এসি মিলান। তাই বর্তমান মৌসুমে বাজে সময় কাটানো মিলান শীর্ষে থাকা ইন্টারের সঙ্গে ব্যবধান কমাতে পারলো না।



রোববার রাতে কারপির ঘরের মাঠ স্তাদিও আলবার্টো ব্রাগলিয়া আতিথিয়েতা নিতে যায় মিলান। তবে ম্যাচে বেশ কয়েকটি বড় সুযোগ পেলেও তা থেকে গোল আদায় করে নিতে পারেনি দলের স্ট্রাইকাররা।

এ ড্রয়ের ফলে ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে রইল মিলান। আর সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯তম স্থানে কারপি।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ০৭ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।