ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

খেলা

ইনজুরিতে মৌসুম শেষ কাজোরলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
ইনজুরিতে মৌসুম শেষ কাজোরলার

ঢাকা: ইনজুরির কারণে অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে আর্সেনাল মিডফিল্ডার সান্তি কাজোরলাকে। এমনটিই নিশ্চিত করেছেন দলটির কোচ আর্সেন ওয়েঙ্গার।

হাঁটুর গুরুতর ইনজুরিতে ভুগছেন স্প্যানিশ এ ফুটবলার।

গত ২৯ নভেম্বর নরওয়েচ সিটির বিপক্ষে গানারদের ১-১ গোলে ড্রয়ের ম্যাচে ইনজুরিতে পড়েন কাজোরলা। ওয়েঙ্গার জানান, এ সপ্তাহ পরেই কাজোরলার অস্ত্রোপচার করতে হবে।

ওয়েঙ্গার আরও জানান, ৩০ বছর বয়সী এ ফুটবলারকে তিন মাসের বেশি বিশ্রামে থাকতে হবে। যার কারণে চলতি মৌসুমে তিনি আর মাঠে নামতে পারবে না।

এমিরেটস স্টেডিয়ামের কোচ ওয়েঙ্গার বলেন, ‘কাজোরলার ইনজুরি গুরুতর। এর জন্য তাকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। এটি তিন মাস বা চার মাসেরও হতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ০৭ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।