ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

খেলা

এক হয়ে কাজ করবেন কোহলি-বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এক হয়ে কাজ করবেন কোহলি-বেল

ঢাকা: রিয়াল মাদ্রিদের ফুটবলার গ্যারেথ বেল আর ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি- দুইজন দুই ভুবনের বাসিন্দা হলেও এবার এক সুঁতোয় নিজেদের বাধতে যাচ্ছেন।

বেল-কোহলি জুটি বেধে ক্রীড়াপ্রেমীদের দিতে চলেছেন অন্যরকম এক অনুভূতি।

‘স্পোর্ট কনভো’ নামের একটি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান খুলেছেন ভারতীয় ব্যাটিং তারকা কোহলি। যেখানে ক্রীড়াপ্রেমীরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখবেন। বিভিন্ন খেলা নিয়ে তারা আলোচনাও করতে পারবেন। শুধু তাই নয়, বেল-কোহলির এ অনলাইনে বিভিন্ন খেলার সাম্প্রতিক খবরও পাওয়া যাবে।

খেলা বিষয়ক এ যোগাযোগমাধ্যম নিয়ে মাতোয়ারা কোহলি টুইট করে সকলকে তা জানিয়ে দেন। রিয়ালের একনিষ্ট ভক্ত কোহলির টুইটের জবাব দিয়েছেন ওয়েলস তারকা বেল। কোহলির প্রস্তাব পাওয়ার পর সাদরে সে প্রস্তাবে নিজেকে সামিল করেন রিয়াল তারকা।

কোহলির ‘স্পোর্ট কনভো’তে নিজেকে যুক্ত করে বেল এক ভিডিও বার্তায় জানান, ‘আমি সত্যিই ‘স্পোর্ট কনভো’র প্রতি আকৃষ্ট। খুব শিগগিরই ভক্তদের সঙ্গে আমার সেখানে দেখা হবে। ‘স্পোর্ট কনভো’র গল্পটাও বেশ আকর্ষণীয়। অনেক দিন ধরেই আমি ক্রিকেটের বড় ভক্ত। সে হিসেবে কোহলিকেও অনেকদিন থেকে অনুসরন করছি। তাই সে যখন আমাকে ‘স্পোর্ট কনভো’ প্রসঙ্গে জানালো, আমি সঙ্গে সঙ্গে তার প্রস্তাবে রাজি হয়ে যাই। কোহলি আমাকে বিস্তারিত আরও কিছু জানাবে। ’

কোহলি বেল প্রসঙ্গে জানান, ‘আমি রিয়াল মাদ্রিদের বড় সমর্থক। সে সূত্র ধরেই বেলের সঙ্গে পরিচয়। এখন আমরা একসঙ্গে ‘স্পোর্ট কনভো’তে কাজ করবো। আমাদের মাঝে দারুণ বোঝাপড়া রয়েছে। তাকে আমাদের বোর্ডে নিতে পেরে আমি দারুণ খুশি। ’

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ১০ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।