ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

খেলা

‘লিটমাস পরীক্ষা’র পারফর্মে খুশি এনরিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
‘লিটমাস পরীক্ষা’র পারফর্মে খুশি এনরিক ছবি: সংগৃহীত

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের শেষ ম্যাচে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের বিপক্ষে জয় পায়নি চলতি মৌসুমে উড়তে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। ১-১ গোলে ড্র করেছে লুইস এনরিকের শিষ্যরা।

তারপরও দলের এমন পারফর্মে খুশি বার্সা কোচ এনরিক।

শেষ ষোলো আগেই নিশ্চিত করে এ ম্যাচে মাঠে নামে কাতালানরা। নেইমার ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি। মাঠে নামানো হয়নি লুইস সুয়ারেজকেও। বিশ্রামে ছিলেন দলের সেরা সৈনিক আন্দ্রেস ইনিয়েস্তা এবং জেরার্ড পিকে। লেভাকুজেনের বিপক্ষে এনরিক তার আক্রমণভাগ সাজান মেসি-রেকিটিচ-মুনীরদের নিয়ে। মেসির গোলে ২০ মিনিটের মাথায় এগিয়েও যায় কাতালানরা। তবে, ২৩ মিনিটে হাভিয়ের হারনান্দেসের গোলে স্বাগতিক জার্মান ক্লাবটি গোল পরিশোধ করে বার্সাকে রুখে দেয়।

পুরো ম্যাচে লেভারকুজেন বার্সার গোলবার লক্ষ্য করে ২৫বার শট নিয়েছে। কাতালানরা সেখানে প্রতিপক্ষের জাল লক্ষ্য করে শট নিয়েছে মাত্র ৬বার। তারপরও দলের শিষ্যদের এই ড্র করা ম্যাচে কোনো দোষারোপ করছেন না এনরিক।

বার্সার অফিসিয়াল ওয়েবসাইটে এনরিক জানান, ‘আমি আমার ছাত্রদের এমন পারফরম্যান্সকে ইতিবাচকই মনে করছি। দলের যারা বেশি সময় ধরে খেলেছে তাদের বিশ্রামে রেখেছিলাম। তারপরও লেভারকুজেনের বিপক্ষে যারা মাঠে ছিলো, তারা জেতার জন্যই লড়েছে। এটা আমার কাছে ভালো কিছুরই ইঙ্গিত মনে হচ্ছে। ’

বার্সার ট্রেবল জয়ী কোচ আরও যোগ করেন, লেভারকুসেনের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য ‘লিটমাস পরীক্ষা’ ছিল। শেষ ষোলো নিয়ে আমার ভাবনা অবশ্যই আছে। তবে, নকআউট পর্বে কাদের বিপক্ষে খেলতে হবে, সেটা নিয়ে কোনো ভাবনা নেই আমাদের। শেষ ষোলো’র লটারিতে যে দলই আমাদের প্রতিপক্ষ হিসেবে আসুক না কেন, তাদের বিপক্ষেই আমাদের খেলতে হবে। ’

লেভারকুজেন ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করায় নকআউট পর্বে যাওয়া বার্সার সংগ্রহ বেড়ে দাঁড়ায় ৬ ম্যাচে সর্বোচ্চ ১৪ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ১০ ডিসেম্বর ২০১৫
এমআর

** বার্সাকে রুখে দিলো লেভারকুজেন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।