ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

খেলা

লুইসের পর কস্তাও ফিরছেন অ্যাতলেতিকোয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
লুইসের পর কস্তাও ফিরছেন অ্যাতলেতিকোয় ছবি : সংগৃহীত

ঢাকা: চেলসির হয়ে সময়টা মোটেই ভালো যাচ্ছে না দিয়েগো কস্তার। ইনজুরি আর ফর্মহীনতায় যেন নিজেকে হারিয়ে খুঁজছেন ২৭ বছর বয়সী এ স্ট্রাইকার।

তাই এবার সাবেক ক্লাব সতীর্থ ফিলিপে লুইসের পথ ধরে পুরনো ঠিকানায় ফেরার ইঙ্গিত দিয়েছেন কস্তা।

গত মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদ ছেড়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডার লুইসের সঙ্গে কস্তাও স্ট্যামফোর্ড ব্রিজে পাড়ি জমান। তবে ব্লুজদের হয়ে এক মৌসুম কাটিয়েই সাবেক ক্লাবে লুইসের প্রত্যাবর্তন ঘটে। এবার কি তবে কস্তাও স্পেনে ফিরছেন?

অ্যাতলেতিকোয় ফেরার সম্ভাবনা প্রসঙ্গে কস্তার ভাষ্য, ‘আগে থেকেই তো সবকিছু আন্দাজ করা সম্ভব না। ফিলিপে লুইস এখন কোথায় খেলছে সেটিই দেখুন না। এটি অস্বাভাবিক নয়। জীবনে এমন কিছু ঘটতেই পারে। বরাবরই অ্যাতলেতিকোর প্রতি আমার শুভকামনা থাকবে। আমি সবসময়ই তাদের অনুসরণ ও দূর থেকেও সমর্থন দিই। ’

প্রসঙ্গত, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারলে অ্যাতলেতিকোর মুখোমুখি হতে পারে চেলসি। তবে দু’দলই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় নকআউট পর্বে একে অপরের বিপক্ষে নামার সুযোগ নেই। এ ব্যাপারে কস্তা বলেন, ‘আশা করছি, আমরা অ্যাতলেতিকোর মুখোমুখি হবো না। এটি আমার জন্য মোটেই স্বস্তিদায়ক হবে না। একমাত্র ফাইনালেই তাদের বিপক্ষে খেলতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।