ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

খেলা

দাবায় শীর্ষেই রয়েছে শেখ রাসেল মেমোরিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
দাবায় শীর্ষেই রয়েছে শেখ রাসেল মেমোরিয়াল ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠাপোষকতায় ‘ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ-২০১৫’ এর পঞ্চম রাউন্ডের খেলা শেষে ৪ খেলায় ৭ পয়েন্ট করে নিয়ে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী দাবা দল ও বাংলাদেশ নৌবাহিনী জুনিয়র দাবা দল মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে।

গোল্ডেন স্পোর্টিং ক্লাব ৫ খেলায় ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব ৫ খেলায় ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।



বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ারের অডিটোরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশ নৌবাহিনী দাবা দল ৩.৫-০.৫ পয়েন্টে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবকে এবং নৌবাহিনী জুনিয়র দাবা দল ৩-১ পয়েন্টে লিওনাইন চেস ক্লাবকে পরাজিত করে।

শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের এ রাউন্ড বিরতি ছিল। নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান যথাক্রমে সোনালী ব্যাংকের দেওয়ান শহিদুল আমিন, মোঃ আবু হানিফ ও আবজিদ রহমানকে পরাজিত করেন। সোনালী ব্যাংকের মতিউর রহমান মামুন নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদের সাথে ড্র করেন। নৌবাহিনী জুনিয়র দাবা দলের পক্ষে ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ ও মোঃ শরীফ হোসেন যথাক্রমে লিওনাইনের মোঃ খোরশেদ আলম, কুতুবউদ্দিন এবং ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেককে পরাজিত করেন।

এদিকে, লিওনাইনের শামসুল কবীর চৌধুরী নৌবাহিনী জুনিয়র দলের ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামকে পরাজিত করেন। গোল্ডেন স্পোর্টিং ক্লাব ৪-০ পয়েন্টে প্রিতম-প্রিজম চেস ক্লাব নারায়ণগঞ্জকে পরাজিত করেন। গোল্ডেন স্পোর্টিংয়ের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, প্রান্তিক রায়, ফিদে মাস্টার দেবরাজ চ্যটার্জী ও শ্রুজিৎ পল যথাক্রমে প্রিতম-প্রিজম চেসের শাহনাজ মোহাম্মদ ফারুক, মোকাদ্দেসুর রহমান খান, অনতা চৌধুরী ও মোহাম্মদ ইব্রাহীম হোসেনকে পরাজিত করেন।

এছাড়া, তিতাস ক্লাব দাবা দল ৩.৫-০.৫ পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে পরাজিত করেন। তিতাসের পক্ষে ফিদে মাস্টার রেজাউল হক, রাজদীপ সরকার ও মহিলা আন্তর্জাতিক মাস্টার সাহেলী বড়ুয়া যথাক্রমে সুলতানা কামাল পাঠাগারের সুজন, মাসুসদুর রহমান বারী ও দেওয়ান মোঃ রিয়াদকে পরাজিত করেন। সুলতানা কামাল পাঠাগারের এম এম জহিরুল ইসলাম তিতাসের ফিদে মাস্টার মোঃ সাইফ উদ্দীনের সাথে ড্র করেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ১০ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।