ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বার্সাকে রিকুয়েলমের হুঁশিয়ারি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
বার্সাকে রিকুয়েলমের হুঁশিয়ারি ছবি: সংগৃহীত

ঢাকা: ফাইনাল খেলার দৌড়ে দু’দলই ফেভারিট। কিন্তু, দলগত শক্তির বিচারে বার্সেলোনার সঙ্গে কি পেরে উঠবে রিভার প্লেট? তবে আর্জেন্টাইন কিংবদন্তি হুয়ান রিকুয়েলমে কাতালানদের জন্য আগাম সতর্কবাণীই উচ্চারণ করলেন।

তার মতে, ফিফা ক্লাব বিশ্বকাপে বার্সাকে হারাতে পারবে রিভার প্লেট।

দক্ষিণ আমেরিকার প্রিমিয়ার ক্লাব ফুটবল টুর্নামেন্ট কোপা লিবার্তাদোরেসের ২০১৫ আসরে চ্যাম্পিয়ন হয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে রিভার প্লেট। শেষ চারের অপর ম্যাচে মাঠে নামবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বার্সা।

বোকা জুনিয়রসের হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২০১০ ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতা রিকুয়েলমের বিশ্বাস, ফাইনালে উঠতে পারলে দক্ষিণ আমেরিকার দল হিসেবে বার্সাকে হতাশা উপহার দেওয়া সামর্থ্য রাখে রিভার প্লেট।

এক সাক্ষাৎকারে রিকুয়েলমে বলেন, ‘বার্সার বিপক্ষে কিভাবে খেলতে হবে তা জানা অসম্ভব। রিভার প্লেটের কিভাবে খেলা উচিৎ সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। কিন্তু, আমি মনে করি, এ ধরণের ম্যাচে আর্জেন্টাইন ফুটবলাররা সবসময়ই নিজেদের সেরাটা উজাড় করে দেয়। ফাইনালে মুখোমুখি হলে তারা কি ম্যাচ জিতবে পারবে? অবশ্যই পারবে। একটি মাত্র ম্যাচের ব্যাপার। সবাই জানে, এটা কতটা কঠিন হবে। ’

সাবেক বার্সা তারকা উল্লেখ করেন, ‘রিভার প্লেট খেলোয়াড়দের জন্য এটি অনন্য সুযোগ। দু’দল ফাইনালে মুখোমুখি হলে আমি অবশ্যই ম্যাচটি দেখব এবং উপভোগ করব। বার্সা টিমের ভিন্ন পজিশনে বিশ্বের অন্যতম সেরা তিনজন খেলোয়াড় রয়েছে। সেন্টার ব্যাকে জেরার্ড পিকে, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে সার্জিও বুসকেটস ও সেন্ট্রাল মিডফিল্ডারের ভূমিকায় আন্দ্রেস ইনিয়েস্তা। ’ উল্লেখ্য, স্প্যানিশ জায়ান্টদের আক্রমণভাগের কথা কি ভুলে গেছেন রিকুয়েলমে!

জাপানের ওসাকায় অবস্থিত নাগাই স্টেডিয়ামে আগামী ১৬ ডিসেম্বর রিভার প্লেট ও পরদিন মাঠে নামবে বার্সা। কোয়ার্টার ফাইনালে (১৩ ডিসেম্বর) মেক্সিকান ক্লাব আমেরিকা ও চীনের গুয়াংঝো এভারগ্রান্ডের মধ্যকার জয়ী দল বার্সার বিপক্ষে মাঠে নামবে। একই দিনের অপর ম্যাচে কঙ্গোর টিপি মাজেম্বের বিপক্ষে জয় পেলে সেমিতে রিভার প্লেটের মুখোমুখি হবে স্বাগতিক জাপানিজ ক্লাব সানফ্রেচ্চে হিরোশিমা।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।