ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বার্সাকে তাদের মাঠেই রুখে দিল দেপোরতিভো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
বার্সাকে তাদের মাঠেই রুখে দিল দেপোরতিভো লিওনেল মেসি/ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে মাঠে নেমেছিল দেপোরতিভো লা করুনা। ক্যাম্প ন্যুতে বার্সার মাঠে আতিথ্য নেওয়া দেপোরতিভো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে।

দুই গোলে পিছিয়ে থাকলেও ২-২ গোলের ব্যবধানে ড্র করেছে অতিথিরা। এরপরও ক্লাব বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে স্প্যানিশ লিগে নিজেদের শীর্ষস্থান ধরে রাখলো মেসি-সুয়ারেজ-নেইমারদের দল।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ১৬ গোল করা নেইমারকে ছাড়াই এ ম্যাচে কাতালানদের হয়ে গোল করেন লিওনেল মেসি আর ইভান রেকিটিচ। দেপোরতিভোর হয়ে গোল করেন গার্সিয়া আর মার্টিনেজ। পয়েন্ট ভাগাভাগি হলেও ১৫ রাউন্ড শেষে শীর্ষে থাকা বার্সার সংগ্রহ বেড়ে দাঁড়ালো ৩৪ পয়েন্ট।

বার্সা কোচ লুইস এনরিক প্রথম একাদশে মাঠে পাঠান ক্লদিও ব্রাভো, দানি আলভেজ, জেরার্ড পিকে, মাশচেরানো, জরদি আলবা, ইভান রেকিটিচ, বাসকুয়েটস, আন্দ্রেস ইনিয়েস্তা, মেসি, সুয়ারেজ আর সান্দ্রোকে।

ম্যাচের ৩৯তম মিনিটে লিড নেয় বার্সা। দলের সেরা তারকা মেসির গোলে এগিয়ে যায় কাতালানরা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা

বিরতির পর ম্যাচের ৬২ মিনিটে ইভান রেকিটিচ বার্সার হয়ে দ্বিতীয় গোলটি করেন। মেসির অ্যাসিস্ট থেকে বল পেয়ে প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে থেকে কোনাকুনি জোরালো শট নেন ক্রোয়েশিয়ান তারকা। তার দূর পাল্লার দর্শনীয় শটটি রুখে দিতে পারেননি দেপোরতিভোর গোলরক্ষক। ফলে, ২-০ তে লিড নেয় এনরিকের শিষ্যরা।

৭৪ মিনিটের মাথায় স্বাগতিকদের কাঁপিয়ে দেয় অতিথি দেপোরতিভো। কারদোসোর জোরালো শট ঠিকানা খুঁজে নেয় বার্সার জালের। তবে, অফসাইডের কারণে সেটি বাতিল করে দেন রেফারি। বেঁচে যায় কাতালানরা। লজ্জা হাত থেকে সে যাত্রায় বেঁচে গেলেও তিন মিনিট পর ঠিকই গোল হজম করতে হয় বার্সাকে।

৭৭ মিনিটের মাথায় দেপোরতিভোর হয়ে ব্যবধান কমানো গোলটি করেন লুকাস পেরেজ মার্টিনেজ। সেই কারদোসোর অ্যাসিস্ট থেকেই গোল করেন মার্টিনেজ।

৭৯ মিনিটে ব্যবধান বাড়ানো সুযোগ পেয়েছিলেন বার্সার উরুগুইয়ান তারকা সুয়ারেজ। মেসির সঙ্গে দারুণ বোঝাপড়ায় সুয়ারেজের নেওয়া জোরালো শটটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচের ৮৬ মিনিটে সমতায় ফেরে অবনমন কাটিয়ে এ মৌসুমে দারুণ পারফর্ম করা দেপোরতিভো। আলেজান্দ্রো গার্সিয়ার গোলে সমতায় ফেরে অতিথিরা। মার্টিনেজের বাড়ানো বলে বার্সার ডি-বক্সে আগুয়ান গার্সিয়া কোনাকুনি শট নিয়ে কাতালান গোলরক্ষক ব্রাভো ঝাঁপিয়ে পড়েও তা প্রতিহত করতে পারেননি।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে দেপোরতিভোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয় বার্সেলোনাকে।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, ১২ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।