ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

প্লেট ফাইনালে ছোটরা জিতলেও হেরেছে বড়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
প্লেট ফাইনালে ছোটরা জিতলেও হেরেছে বড়রা ছবি: সংগৃহীত

ঢাকা: দুর্দান্ত খেলে মালয়েশিয়ায় অনুষ্ঠিত সুপারমক কাপের প্লেট ফাইনালে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ফুটবল দল। টুর্নামেন্টের ২০টি দলের মধ্যে নবম স্থান পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল।



তবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল প্লেট ফাইনালে হেরেছে। গোল ব্যবধানে এগিয়ে থেকেও হেরে যায় জিহান-ফাহিম-অমিত-হৃদয়দের নিয়ে সাজানো অনূর্ধ্ব-১৩ দল। সব মিলিয়ে ২০ দলের মধ্যে ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল।

এর আগে সেমিফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেবকে হারিয়ে ফাইনালে উঠে। একই দিন ফিলিপাইনের বয়সভিত্তিক দলকে রুখে দিয়ে অনূর্ধ্ব-১২তেও দুর্দান্ত জয় তুলে নেয় বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৩ দল এএসএন ফিল্ডে ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেবকে ৩-১ গোলে হারায়। অন্যদিকে মেব্যাংক একাডেমির মাঠে ফিলিপাইনের গ্লোবাল এফসিকে ৩-০ গোলে হারায় অনূর্ধ্ব-১২ দল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, সুপারমক কাপের প্লেট পর্বের ফাইনালে স্বাগতিক মালয়েশিয়ার দল সিআইএমবি ওয়াইএফএকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল।

মে ব্যাংক একাডেমি মাঠে তপুর গোলে লিড নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল। এরপর আরাফাত ও মেহেদী গোল করলে ৩-০ গোলের ব্যবধানে জয় পায় ছোটরা।

একই দিনে থাইল্যান্ডের দল বুরিরাম ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে হারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল সেন্টারে ম্যাচের প্রথমার্ধে জিহানের গোলে এগিয়ে যায় লাল-সবুজরা। তবে, ৭০ মিনিটের ম্যাচের দ্বিতীয়ার্ধে থাইল্যান্ডের দলটি তিনটি গোল করে ম্যাচ থেকে ছিটকে দেয় ব্রাজিল, ক্রোয়েশিয়ার মতো দেশের ফুটবল দলকে হারিয়ে চমক দেখানো বাংলাদেশের অনূর্ধ্ব-১৩ দলকে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ১৩ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।