ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জয় পেল ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
জয় পেল ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাব ছবি: সংগৃহীত

ঢাকা: মিনিস্টার ফ্রিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগ ফুটবলে জয় পেয়েছে ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাব। প্রথম পর্বের খেলায় তারা ২-১ গোলে হারিয়েছে টি অ্যান্ড টি ক্লাব মতিঝিলকে।



মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার শুরু থেকে দু’দলই বেশ গতিময় খেলা উপহার দিতে থাকে। কিন্তু রক্ষণভাগের দৃঢ়তায় প্রথমার্ধের ৪৫ মিনিট পর্যন্ত জালের ঠিকানা খুঁজে পায়নি কেউই।

প্রথমার্ধে গোলের দেখা না পেলেও পেলেও দ্বিতীয়ার্ধে ঠিকই কাঙ্ক্ষিত লক্ষ্য ধরা দেয় দু’দলের কাছেই। ৭০ মিনিটের মাথায় মো: নয়নের গোলে ১-০ তে এগিয়ে যায় ফকিরাপুলের তরুণরা। এর ১১ মিনিট পর সতীর্থ মো: গালিব প্রতিপক্ষের জালে বল জড়ালে ব্যবধান দ্বিগুন হয়।

নির্ধারিত সময়ের এক মিনিট আগে টি অ্যান্ডটি’র হয়ে একটি গোল পরিশোধ করেন শাহেদ। তবে শেষ পর্যন্ত তাদের আর সমতায় ফেরা হয়নি। তাই ম্যাচ শেষে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ফকিরাপুল।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ১৫ ডিসেম্বর ২০১৫
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।