ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জন্মভূমি আর্জেন্টিনার কোচ হতে চান সাম্পাওলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
জন্মভূমি আর্জেন্টিনার কোচ হতে চান সাম্পাওলি ছবি: সংগৃহীত

ঢাকা: চিলিকে কোপা আমেরিকার শিরোপা জেতানো আর্জেন্টাইন কোচ জর্জ সাম্পাওলি এবারের বর্ষসেরা কোচের চূড়ান্ত তালিকায় নাম লিখিয়েছেন। ফাইনালে নিজের জন্মভূমি আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয় করে চিলি।

আর এবার সাম্পাওলি আর্জেন্টিনার কোচ হতে চেয়েছেন।

নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে ৫৫ বছর বয়সী সাম্পাওলি বলেন, ‘আমি ৪ জানুয়ারির নির্বাচনের জন্য অপেক্ষা করবো এবং দেখবো চিলি ফুটবল ফেডারেশনের (এএনএফপি) নতুন প্রেসিডেন্টের পরিকল্পনা কী। এরপরেই আমি আমার সিদ্ধান্তের কথা জানাবো। তবে, নিজ দেশের জাতীয় দলের কোচ হওয়াটা আমার স্বপ্ন। ’

২০১২ সাল থেকে চিলির কোচ হিসেবে দায়িত্ব পালন করা সাম্পাওলি দেশটির হয়ে তার কোচিং ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান। এ প্রসঙ্গে তিনি জানান, ‘আমি নিজের পরিকল্পনা নিয়ে অন্যদের সঙ্গে আলোচনা করেছি। আমাকে বুঝতে হবে নতুন প্রেসিডেন্টের পরিকল্পনা কী। আমার কোন প্রজেক্টগুলো তিনি অনুমোদন করবেন আর কোন গুলো বাতিল করবেন। যদি আমি সেগুলোতে অবদান রাখতে পারি তবে আমি চিলির হয়ে দায়িত্ব চালিয়ে যাবো। ’

তবে, যদি তার প্রস্তাবিত প্রজেক্টগুলো বাতিল হয়, তখন চিলির দায়িত্ব ছেড়ে দিয়ে কি করবেন-এমন প্রশ্নের জবাবে সাম্পাওলি জানান, ‘প্রতিটি আর্জেন্টাইন কোচের জন্য নিজ দেশের জাতীয় দলকে কোচিং করানোটা একটা স্বপ্নের মতো। একজন ফুটবলার যেমন জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে, ঠিক তেমনি আমিও স্বপ্ন দেখি আর্জেন্টিনার কোচ হবার। ’

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের দল সোয়ানসি সিটি সাম্পাওলিকে ক্লাবের দায়িত্বভার দিতে প্রস্তাব করেছে। যদিও এখনও সাম্পাওলির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এমন প্রস্তাব পাওয়া আর্জেন্টাইন এ কোচ বলেন, ‘যেখানে খেলোয়াড়দের মধ্যে জয়ের ক্ষুধা এবং তীব্র আকাঙ্ক্ষা থাকবে আমি সেখানেই যাবো। যেখানে আমি ইতিহাস রচনা করতে পারবো আমি সেখানেই যেতে প্রস্তুত। ’

নিজের দেশ আর্জেন্টিনার প্রসঙ্গে বলতে গিয়ে বর্তমান চিলির কোচ জানান, ‘আমি মনে করি আর্জেন্টিনা দলটির দারুণ কিছু করার যথেষ্ট যোগ্যতা রয়েছে। তাদের দলে রয়েছে বিশ্বসেরা কিছু ফরোয়ার্ড। যা তাদের বাকি দেশগুলোর থেকে এগিয়ে রেখেছে। যদি তারা দারুণ সম্ভাবনা ধরে রেখে বিশ্বকাপের চূড়ান্ত মঞ্চে যেতে পারে, তবে আমার বিশ্বাস ২০১৮ সালে তারা রাশিয়া বিশ্বকাপের শিরোপা নিয়েই ফিরবে। ’

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ১৬ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।