ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

লা লিগায় ফিরছেন পেদ্রো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
লা লিগায় ফিরছেন পেদ্রো ছবি: সংগৃহীত

ঢাকা: চেলসির সঙ্গে পেদ্রো রদ্রিগেজের সময়টাও ভালো কাটছে না। নিয়মিত ম্যাচ খেলার জন্যই গত মৌসুম শেষে বার্সেলোনা অধ্যায়ের ইতি টানেন স্প্যানিশ উইঙ্গার।

কিন্তু, শুরুটা ভালো হলেও এখন যেন নিজেকে হারিয়ে খুঁজছেন পেদ্রো। তাইতো এবার তার লা লিগায় ফেরার গুঞ্জন উঠছে।

তবে বার্সা নয়, লা লিগায় ফিরলে পেদ্রোর পরবর্তী ঠিকানা হতে পারে অ্যাতলেতিকো মাদ্রিদ। স্প্যানিশ দৈনিক ‘ডন ব্যালন’র বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এমন খবরই প্রকাশিত হচ্ছে। সূত্রমতে, পেদ্রোকে দলে ভেড়াতে আগ্রহী অ্যাতলেতিকো। আগামী মৌসুমেই তার স্পেনে ফেরার জোরালো সম্ভাবনা আছে বলা জানা যায়।

অবশ্য, সবই এখন গুজবের ছায়াতলে। চেলসি কিংবা অ্যাতলেতিকো এ বিষয়ে এখনো অফিসিয়াল কোনো বিবৃতি দেয়নি। পেদ্রো নিজেও সরাসরি কোনো মন্তব্য করেননি। কিন্তু, শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যিতে রুপান্তর হলে অ্যাতলেতিকোর আক্রমণভাগে অ্যান্তোনি গ্রিজম্যান, জ্যাকসন মার্টিনেজ ও ফার্নান্দো তোরেসের সঙ্গে যুক্ত হবেন পেদ্রো রদ্রিগেজ।

প্রসঙ্গত, গত আগস্টে ম্যানচেস্টার উইনাইটেডের প্রস্তাব উপেক্ষা করে চার বছরের চুক্তিতে স্ট্যামফোর্ড ব্রিজে পাড়ি জমান পেদ্রো। তবে নতুন ঠিকানায় এখনো নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। চেলসির হয়ে এখন পর্যন্ত ১৭ ম্যাচে গোল করেছেন মাত্র দু’টি।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।