ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শেষ ষোলোতে অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
শেষ ষোলোতে অ্যাতলেতিকো ছবি: সংগৃহীত

ঢাকা: দ্বিতীয় সারির দল রিউস দেপোর্তিওকে হারিয়ে কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিত করলো অ্যাতলেতিকো মাদ্রিদ। প্রথম লেগে ২-১ ব্যবধানে জয়ের পর ফিরতি পর্বের ম্যাচে ১-০ গোলের জয় পায় ‍অ্যাতলেতিকো।



ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে কষ্টার্জিত জয়ই পায় অ্যাতলেতিকো। দেপোর্তিওর রক্ষণ দৃঢ়তায় প্রথমার্ধে জালের ঠিকানা খুঁজে পায়নি দিয়েগো সিমিওনের শিষ্যরা। বিরতির পর স্বাগতিকদের অপেক্ষার অবসান ঘটে।

দ্বিতীয়ার্ধ শুরুর ৫৩ মিনিটে মাথায় ঘানাইয়ান মিডফিল্ডার থমাস তেয়ির গোলে লিড নেয় স্বাগতিকরা। অন্যদিকে, ম্যাচে ফেরার জন্য নিশ্চিত কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি ভিজিটররা। পুরো ম্যাচ জুড়েই অনেকটা ডিফেন্সিভ ফুটবল প্রদর্শন করে দেপোর্তিও।

এ কারণেই ব্যবধান বাড়ানোর কয়েকটি সুযোগ পেয়েও প্রতিপক্ষের ডিফেন্স দেয়াল ভাঙতে পারেননি কোকে-অ্যাঙ্গেল কোরেয়া-ফার্নান্দো তোরেসরা। তাই ম্যাচ শেষে ন্যুনতম ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে দশবারের চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।