ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

এটিটিইউ গালর্স কোচিং ক্যাম্প শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এটিটিইউ গালর্স কোচিং ক্যাম্প শুরু ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ও এশিয়ান টেবিল টেনিস ইউনিয়ন (এটিটিইউ) এর সহযোগিতায় শুক্রবার (১৮ ডিসেম্বর) থেকে রাজধানীর শহীদ তাজউদ্দিন উডেন ফ্লোর জিমন্যাশিয়ামে শুরু হয়েছে এটিটিইউ গালর্স কোচিং ক্যাম্প।

ক্যাম্পটি শেষ হবে আগামী ২৯ ডিসেম্বর।

১২ দিনব্যাপি এই টেবিল টেনিসের (টিটি) কোচিং ক্যাম্প পরিচালনা করছেন ফ্রান্স থেকে আগত এটিটিইউ এর কোচ সারাহ্ হানফু। টিটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

ক্যাম্পের প্রথম সাত দিন তিনি কোচিং করাবেন অনূর্ধ্ব-১৪ বছরের বালিকাদের। শেষ পাঁচদিন সাফ গেমস উপলক্ষে ক্যাম্পে থাকা বাংলাদেশ জাতীয় টিটি দলের খেলোয়াড়দের প্রশিক্ষণ দেবেন তিনি।
 
শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করেন আসন্ন ঢাকা মহানগরী টিটি লিগের স্পন্সর প্রদানকারী সংস্থা জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর। এ সময় আরও উপস্থিত ছিলেন টিটি ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মনির, ন্যাশনাল কোচ ডিরেক্টর কাজী মুইনুজ্জামান পিলা, ফেডারেশন এর কোষাধ্যক্ষ তাজউদ্দিন পাপ্পু, ফেডারেশন সদস্য শামীমা শারমীন ও মো: আনোয়ার কবীর চৌধুরী বাবু।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ১৮ ডিসেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।