ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ফিগো-বেকহ্যাম-কার্লোসদের হারালো কুয়েত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ফিগো-বেকহ্যাম-কার্লোসদের হারালো কুয়েত ছবি: সংগৃহীত

ঢাকা: কুয়েতের জাবের আল-আহমেদ স্টেডিয়ামের উদ্ভোধনী ও গ্লোবাল ফুটবল চ্যাম্পিয়নস ট্যুরের প্রথম এডিশনে হয়ে গেল এক প্রদর্শনী ম্যাচ। যেখানে ৬০ হাজার আসন বিশিষ্ট এ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইন্টারন্যাশনাল অল-স্টার একাদশ ও কুয়েত একাদশ।



তবে ইন্টারন্যাশনাল অল-স্টারে খেলা লুইস ফিগো, ডেভিড বেকহ্যাম ও রবার্টো কার্লোসদের ৪-২ ব্যবধানে হারিয়ে দিল কুয়েত একাদশ।

রিয়াল মাদ্রিদের সাবেক এই তিন তারকার পাশাপাশি অল-স্টার দলে আরও ছিলেন ডোয়াইট ইয়র্ক, আলেসান্দ্র দেল পিয়েরো ও জেমি ক্রেইগহারের মতো তারকারা। এ দলের কোচ হিসেবে ছিলেন হাইপ্রোফাইল ম্যানেজার ফ্যাবিও ক্যাপেলো।

ইন্টারন্যাশনাল অল-স্টারদের হয়ে গোল দুটি করেন অধিনায়কের দায়িত্ব পালন করা পর্তুগিজ সাবেক স্ট্রাইকার লু্ইস ফিগো ও আলেসান্দ্র নেস্তা। তবে এ গোল দুটি দলটিকে শেষ হাসি দিতে পারেনি। স্বাগতিকরা এক হালি গোল করে জয়ের বন্দরে পৌঁছে যায়।  

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ১৯ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।