ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ফাইনালে ফিরতে পারেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ফাইনালে ফিরতে পারেন নেইমার ছবি : সংগৃহীত

ঢাকা: জাপানে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপের ফাইনালে ফিরতে পারেন নেইমার। বার্সেলোনার এ স্ট্রাইকার পেশীর ইনজুরিতে ভুগছেন।

তাই ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালসহ আগের কয়েকটি ম্যাচে খেলতে পারেননি তিনি।   রোববার জাপানের ইয়োকোহামায় রিভার প্লেটের বিপক্ষে ফাইনালে নামবে কাতালনরা।

ফাইনালে মাঠে নামার আগে নেইমারকে দলের অনুশীলনে দেখা যায় । পুরো দলের সঙ্গে ট্রেনিং না করলেও আলাদা করে অনুশীলন করেন তিনি। ফিটনেস কোচের সঙ্গে মাঠের চার পাশে দৌড়নো, ড্রিবলিং এবং বল নিয়ে স্প্রিন্ট করেছেন নেইমার। এদিকে ফাইনালে ব্রাজিলিয়ান অধিনায়ককে পাওয়ার ব্যাপারে আশাবাদী বার্সা কোচ লুইস এনরিক। যদিও ইনজুরিতে ভুগছেন দলের সেরা তারকা লিওনেল মেসিও। তবে, শুক্রবার আর্জেন্টাইন অধিনায়কের কিডনি থেকে পাথর অপসারণ করা হয়।

কাতালানদের ‘এমএসএন’ ত্রয়ীর দু’জনকেই যদি না পাওয়া যায় তা হলে এনরিকের ভরসা হবেন লুইস সুয়ারেজ। যার হ্যাটট্রিকে শেষ চারের লড়াইয়ে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী সাবেক কোচ ফেলিপে স্কলারির গুয়াংঝো এভারগ্রান্ডেকে ৩-০ গোলে হারিয়ে দেয় বার্সা। ম্যাচ শেষে সুয়ারেজকে পেনাল্টি বক্সের ‘খুনি’ আখ্যা দেন বার্সা কোচ।

বার্সার বিপক্ষে খেলতে যাওয়া রিভার প্লেটের ফুটবলারদের কাছে এটা স্বপ্নের ম্যাচ। ফরোয়ার্ড লুকাস আলারিও জানিয়েছেন, এটা তাদের কাছে নুতন একটি অভিজ্ঞতা।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ১৯ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।