ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড পেলেন যারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড পেলেন যারা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৩ ও ২০১৪ সালের সেরা ক্রীড়াবিদ, কোচ, সংগঠকদের পুরস্কৃত করেছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ)। শনিবার (১৯ ডিসেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের অডিটোরিয়ামে ২০১৩ সালের ১২ জন ও ২০১৪ সালের ৯ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়।



কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পণামন্ত্রী ও বিএসপিএ’র অনারারি সদস্য আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো: সাইদ মালিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক সনৎ বাবলা।

২০১৩ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে মনোনীত হন জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। মুশফিক দেশের বাইরে থাকায় তার পক্ষে পুরস্কারটি নেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। ২০১৪ সালের সেরা ক্রীড়াবিদ হিসেবে মনোনীত হয়েছেন কমনওয়েলথ গেমসে রৌপ্যপদক জয়ী শুটার আবদুল্লাহ হেল বাকি। সাধারণ মানুষের ভোটে  কুল-বিএসপিএ রিয়েল স্পোর্টসম্যান অ্যাওয়ার্ড পান জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিশেষ সম্মানা দেওয়া হয় নারী ক্রীড়াবিদ মিউরেল গোমেজকে।

এছাড়াও ২০১৩ ও ২০১৪ সালের সেরা ক্রিকেটার, ফুটবলার, হকি খেলোয়াড়, সেরা উদীয়মান খেলোয়াড়, সেরা কোচ, সংগঠক, পৃষ্ঠপোষকসহ আরও কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। পুরস্কার প্রদান পর্ব শেষে সঙ্গীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’।

এক নজরে পুরস্কার বিজয়ীরা:

২০১৩ সালের জন্য:

১. বর্ষসেরা ক্রীড়াবিদ (এসএ মহসিন ট্রফি): মুশফিকুর রহিম
২. সেরা ক্রিকেটার: সোহাগ গাজী
৩. সেরা ফুটবলার: মামুনুল ইসলাম মামুন
৪. সেরা আরচার: ইমদাদুল হক মিলন
৫. সেরা সাঁতারু: মাহফুজুর রহমান সাগর
৬. সেরা দাঁবাড়: ফাহাদ রহমান
৭. সেরা ভারোত্তলক: জহুরা আক্তার রেশমা
৮. সেরা কোচ: মারুফুল হক (ফুটবল)
৯. সেরা সংগঠক: কাজী মাহতাবউদ্দিন (মরনোত্তর)
১০. সেরা পৃষ্ঠপোষক: এক্সিম ব্যাংক লিমিটেড
১১. সেরা উদীয়মান: মুমিনুল হক (ক্রিকেট)
১২. বিশেষ সম্মানা: গোলাম সারোয়ার টিপু

২০১৪ সালের জন্য:

১. বর্ষসেরা ক্রীড়াবিদ (এসএ মহসিন ট্রফি): আবদুল্লাহ হেল বাকি
২. সেরা ক্রিকেটার: মুশফিকুর রহিম
৩. সেরা ফুটবলার: নাসিরউদ্দিন চৌধুরী
৪. সেরা হকি খেলোয়াড়: হাসান যুবায়ের নিলয়
৫. সেরা কোচ: গোলাম রব্বানী ছোটন (ফুটবল)
৬. সেরা সংগঠক: মনজুর কাদের
৭. সেরা পৃষ্ঠপোষক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড
৮. সেরা উদীয়মান: হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস (ফুটবল)
৯. বিশেষ সম্মানা: মিউরেল গোমেজ

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ১৯ ডিসেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।