ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মার্কিন ক্রীড়াবিদ রুথি বোল্টনের বাংলাদেশ সফর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
মার্কিন ক্রীড়াবিদ রুথি বোল্টনের বাংলাদেশ সফর

ঢাকা: আমেরিকান সেন্টারের ক্রীড়া কূটনীতির অংশ হিসেবে বাংলাদেশ সফর করেছেন যুক্তরাষ্ট্রের উইমেন্স ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের খেলোয়াড়, অলিম্পিক স্বর্ণপদক প্রাপ্ত রুথি বোল্টন।

সফরকালে রোববার (২০ ডিসেম্বর) তিনি একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেন।

এছাড়া ষাটজন তরুণ বাংলাদেশিকেও প্রশিক্ষণ দেন রুথি বোল্টন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্পোর্টস ইউনাইটেড ও নারী উদ্যোগের কর্মসূচির অংশ হিসেবে চারদিনের বাস্কেটবল কর্মশালা পরিচালনার পর আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে প্রদর্শনী ম্যাচের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান হয়।

রুথি বোল্টন বাস্কেটবল কর্মশালার পাশাপাশি, বাংলাদেশ নারী জাতীয় বাস্কেটবল দলের উদীয়মান খেলোয়াড়, বাংলাদেশ বিশেষ অলিম্পিক দলের সদস্য, জাগো স্কুল এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ইংলিশ অ্যাকসেস মাইক্রোশিপ কর্মসূচিতে অংশ নেন।

বিশ্বের অন্যতম সফল নারী অ্যাথলেট রুথি বোল্টন, দু’বার অলিম্পিক স্বর্ণপদক, যুক্তরাষ্ট্রের নারী বর্ষসেরা বাস্কেটবল খেলোয়াড়, স্পোর্টস ইলাস্ট্রেড’র সেরা নারী অ্যাথলেট এবং ২০১১ সালের ‘উইমেন্স বাস্কেটবল হল অব ফেম’ নির্বাচিত হওয়া চার নারী ক্রীড়াবিদের একজন নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ করেন এবং তরুণ ও নারীদের ক্ষমতায়নে খেলাধুলার ভূমিকা সম্পর্কে বক্তব্য রাখেন।

মার্কিন দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
জেপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।