ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

লিভারপুলে ফের সুপার মারিও!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
লিভারপুলে ফের সুপার মারিও!

ঢাকা: আবারো লিভারপুলের জার্সি গায়ে খেলতে চান ইতালিয়ান সুপারস্টার মারিও বালোতেল্লি। ২৫ বছর বয়সী সুপার মারিওর লিভারপুলের হয়ে দ্বিতীয় মেয়াদে খেলার আগ্রহের কথা জানিয়েছেন তার এজেন্ট মিনো রাইওলা।



ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল থেকে ২০১৪ সালে বালোতেল্লি ইতালিয়ান জায়ান্ট এসি মিলানে ধারে যোগ দেন। কিন্তু এর আগে অ্যানফিল্ডে নিজের সেরাটা দেখানোর বিপরীতে মাঠে এবং মাঠের বাইরে বেশ কিছু বিতর্কের জন্ম দেন তিনি। সে সময়কার লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স তাকে মাত্র ১৬টি ম্যাচ খেলায়।

এবারে রজার্সের স্থলাভিষিক্ত হয়েছেন জার্গের ক্লপ। ২০১৩-১৪ মৌসুমে এসি মিলানের হয়ে ৪৩ ম্যাচ খেলা বালোতেল্লি ২০১০-১৩ মৌসুমে খেলেছেন ম্যানচেস্টার সিটিতে। তারও আগে খেলেছেন ইন্টার মিলানে। সবশেষ এসি মিলানে ধারে খেলতে গিয়ে অভিমানী বালোতেল্লি গত বছর মাত্র চারটি ম্যাচেই মাঠে নামতে পেরেছেন।

লিভারপুলের কোচ পরিবর্তন হওয়ায় আবারো ক্লাবে ফিরতে চান ইতালির হয়ে ৩৩ ম্যাচ খেলা বালোতেল্লি।

এ প্রসঙ্গে তার এজেন্ট মিনো রাইওলা জানান, সে লিভারপুল ছেড়ে চলে গিয়েছে রজার্সের দায়িত্বহীনতার কারণে। আমি ক্লাবটির নতুন কোচের সঙ্গে কথা বলেছি। ২০১৫ সালটি বালোতেল্লির ভালো না কাটলেও নতুন বছরটি সে রাঙ্গিয়ে রাখতে চায়। আর এজন্য সে লিভারপুলে আরেকবার ফিরতে আগ্রহী।

তিনি আরও যোগ করেন, মারিওর যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন উঠার কথা নয়। আমরা জানি সে বিশ্বের সেরা একজন স্ট্রাইকার। তার প্রতিভা নিয়েও আমাদের কারোই প্রশ্ন নেই। সে নিজেকে প্রমাণের সুযোগ নিতে চায়।

গত মৌসুমে লিভারপুলের হয়ে ১৬ ম্যাচে মাত্র একটি গোল করেন বালোতেল্লি। ক্লাব পর্যায়ে ২৫০ ম্যাচে গোল করেছেন ৯৫টি। দেশের জার্সি গায়ে তার গোলসংখ্যা ১৩টি।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ০২ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।