ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জাতীয় দলের ঘাম ঝরানো অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
জাতীয় দলের ঘাম ঝরানো অনুশীলন ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের মাটিতে আগামী ০৮ জানুয়ারি হতে ‘বঙ্গবন্ধু  গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের’ দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার (০৪ জানুয়ারি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাঠে অনুশীলন করেছেন স্কোয়াডে থাকা ফুটবলাররা।



বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত ফুটবল টুর্নামেন্টটি যশোর ও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাদেরকে নিয়েই দলের কোচ মারুফুল হক সকালে অনুশীলন পর্ব রেখেছিলেন।

বুয়েট মাঠে অনুশীলনে ফুটবলাররা উপস্থিত ছিলেন। কোচের অধীনে প্রায় তিন ঘণ্টা অনুশীলন করেন মামুনুল ইসলাম, তপু বর্মন, মোনায়েম খান রাজু, জামাল ভূইয়া, জাহিদ হাসান এমিলিরা।

এদিন বিকেলে যশোরের উদ্দেশ্যে রওনা দেয় দলটি। ০৮ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে যশোরে বাংলাদেশের প্রথম ম্যাচ। যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে টুর্নামেন্টের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আসন্ন আসরে বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়া, মালয়েশিয়া, বাহরাইন, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপ অংশ নেবে। এবার আটটি দল নিয়ে শুরু হবে আসরটি। যার মধ্যে ছয়টি বিদেশি ও দুটি দেশি দল রয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে অংশ নেবে দুটি দল। জাতীয় দল ছাড়াও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল অংশ নিয়েছে।

৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ ‘এ’ তে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও নেপাল। আর ‘বি’ গ্রুপে রয়েছে কম্বোডিয়া, বাহারাইন, মালদ্বীপ ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।

টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ১৮ জানুয়ারি ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গতবারের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মালয়েশিয়া।

বাংলাদেশ দল: মামুনুল ইসলাম, জাহিদ হাসান এমিলি, শহীদুল আলম, নাবীব নেওয়াজ জীবন, রাসেল মাহমুদ লিটন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ওয়ালী ফয়সাল, নাসিরুল ইসলাম, আতিকুর রহমান মিশু, জুয়েল রানা, নাসিরউদ্দিন চৌধুরী, জামাল ভূইয়া, ইয়ামিন মুন্না, জাহিদ হোসেন, আশরাফুল ইসলাম রানা, মোনায়েম খান রাজু, শাখাওয়াত হোসেন রনি, রায়হান হাসান, তপু বর্মন, ইয়াসিন খান, সোহেল রানা, আলমগীর কবির রানা ও মিঠুন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ০৪ জানুয়ারি ২০১৬
এমআর

** বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের এয়ারলাইন্স পার্টনার ইউএস-বাংলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।