ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

খুলনায় যশোর রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
খুলনায় যশোর রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় যশোর রিজিয়ন আন্তঃব্যাটালিয়ন ভলিবল প্রতিযোগিতা ২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রিজিয়নের ৬টি দলের খেলা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খুলনার সার্বিক ব্যবস্থাপনায় শেষ হয়।



এর আগে রোববার (৩ জানুয়ারি) প্রতিযোগিতা শুরু হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ভলিবল দল ২৫-১৯, ২৫-১৭ এবং ২৫-১৭ পয়েন্টের ব্যবধানে ৩-০ সেটে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ভলিবল দলকে পরাজিত করে।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, পিবিজিএম, রিজিয়ন কমান্ডার, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন।

এসময় উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. আব্দুর রহিম, বিজিবিএম, জি+, অধিনায়ক ২১ বর্ডার গার্ড ব্যাটলিয়ন, লে. কর্নেল এস এম  মনিরুজ্জামান, বিজিবিএম, অধিনায়ক, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, লে. কর্নেল মোহাম্মদ খালিদ বিন ইউসুফ।

শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সিপাহী মো. আবুল মনসুর।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৫
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।