ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

উদ্বোধনী ম্যাচে জয় চায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
উদ্বোধনী ম্যাচে জয় চায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কা জয়ের প্রত্যয় ব্যক্ত করেছে। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুরে যশোরের একটি হোটেলে আয়োজিত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উভয় দলের কোচ এ প্রত্যয় ব্যক্ত করেন।



বাংলাদেশ দলের কোচ মারুফুল ইসলাম ও ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি শ্রীলঙ্কাকে হারিয়ে পূর্ণ তিনপয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শুরু করতে চান। অন্যদিকে, শ্রীলঙ্কার কোচ ও অধিনায়কও জয়ের জন্য মাঠে নামার কথা জানান।

প্রেসব্রিফিংয়ে বাংলাদেশ দলের কোচ মারুফুল হক জানান, খেলোয়াড়দের মধ্যে ভাল কিছু করার প্রেরণা রয়েছে। উদ্বোধনী ম্যাচে জয় ছাড়া টুর্নামেন্টে দলের অন্যকোনো লক্ষ্য নির্ধারণের কথা তিনি ভাবছেন না বলেও জানান।

বাংলাদেশ দলের ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি বলেন, দলের সবাই প্রথম ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী। প্রথম ম্যাচ জিতলেই সাফের ব্যর্থতা কাটিয়ে উঠে খেলোয়াড়দের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হবে।

অপরদিকে, শ্রীলঙ্কা দলের কোচ সাম্পাত পেরেরা জানান, সাফ ফুটবল শেষে এ টুর্নামেন্টের কারণে তার দলের অনেক ফুটবলার ক্লান্ত। এছাড়া দলে অনেক তরুণ খেলোয়াড় রয়েছে। জয়ের জন্য প্রত্যয় ব্যক্ত করলেও তিনি উল্লেখ করেন, স্বাগতিক হওয়ায় বাংলাদেশের বিপক্ষে জয় সহজ হবে না।
 
শ্রীলঙ্কা দলের অধিনায়ক কাবিন্দু ইশান বলেন, তারা ভাল খেলার জন্য প্রস্তুতি নিয়েছেন। স্বাগতিক দলের বিপক্ষে তারা জয়ের জন্য মাঠে নামবেন।

শুক্রবার (০৮ জানুয়ারি) যশোর শামস উল হুদা স্টেডিয়ামে  মুখোমুখি হবে এ দু’দল।

আয়োজকরা জানিয়েছেন, ৮ জানুয়ারি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ম্যাচ ছাড়াও ৯ জানুয়ারি মালয়েশিয়া ও নেপাল, ১০ জানুয়ারি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ও বাহরাইন এবং ১১ জানুয়ারি মালদ্বীপ ও কম্বোডিয়ার মধ্যকার ম্যাচ যশোর শামস উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ০৭ জানুয়ারি ২০১৫
এমআর

** বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।