ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নতুন জার্সি জড়িয়ে খেলবে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
নতুন জার্সি জড়িয়ে খেলবে বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে নতুন এই জার্সি পড়ে খেলবে মামুনুল-এমিলি-হেমন্তরা।



বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুরে স্পন্সর প্রতিষ্ঠানদের নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাফুফে। সেখানেই জাতীয় দলের জার্সি উন্মোচন করা হয়।

শুক্রবার বেলা পৌনে তিনটায় যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।

জার্সি উন্মোচন অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।