ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ময়মনসিংহে মিনি স্কাই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
ময়মনসিংহে মিনি স্কাই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ময়মনসিংহ: বিভাগীয় নগরী ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ‘নীলসাগর গ্রুপ মিনি স্কাই ম্যারাথন’ প্রতিযোগিতা। এভারেস্ট একাডেমি আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেন ২শ’ ৩৫ জন প্রতিযোগি।



এর মধ্যে প্রথম ১০ জন পেয়েছেন আগামী ২৩ জানুয়ারি বান্দরবানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতার টিকিট।

শুক্রবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১ নম্বর গেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলী আকবর।

এসময় জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী, বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মূসা ইব্রাহিম, বাকৃবির প্রক্টোর প্রফেসর ড. জাকির হোসেন, ডা. ইউসুফ খান পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলী আকবর বলেন, এটি একটি উৎসাহব্যাঞ্জক উদ্যোগ। এর ফলে আমাদের যুব সমাজের মধ্যে উৎসাহ উদ্দীপনা আসবে। দেশের কাজে মনোনিবেশ করতে সহায়তা করবে। এই মিনি ম্যারাথন আমাদের বিজয়ের অগ্রযাত্রা তৈরি করবে। সর্বোপরী এ উদ্যোগটি দেশের সামগ্রিক কল্যাণ বয়ে আনবে।

ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ও বাকৃবি ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সহ-আয়োজক হিসেবে দায়িত্ব পালন করে।

এ মিনি স্কাই ম্যারাথন বাকৃবির ১ নং গেট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে ব্রহ্মপুত্র নদ ঘেঁষা জয়নুল উদ্যান পার্কে গিয়ে শেষ হয়। ১০ কিলোমিটার পথ ম্যারাথন রানাররা ১ ঘণ্টা ১০ মিনিটে শেষ করার কথা থাকলেও মাত্র ৩৯ মিনিটে প্রথম প্রতিযোগী তার প্রতিযোগিতা সম্পন্ন করেন।

প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ফরিদ আহমেদ, সাব্বির হোসেন, রাজিয়ান জাহান সঞ্চয়, বাহার উদ্দিন, আমিনুল হক অপু, জহিরুল ইসলাম, শহিদুল হক তপু, শফিউর রহমান কাজল, আতিকুল বাশার ও শাহাব উদ্দিন।

পরে প্রধান অতিথি হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মূসা ইব্রাহিম।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।