ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

দুই টিকিট কালোবাজারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
দুই টিকিট কালোবাজারি আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের টিকিট কালোবাজারির অভিযোগে রনি ও সুজন নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৮ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে যশোর শামস-উল-হুদা স্টেডিয়াম এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক সুজন স্টেডিয়াম এলাকার সুজন স্টোরের মালিক এবং রনি একই এলাকার বাসিন্দা।

যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা।
 
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ওই দুই যুবকের কাছে ২০০ পিসের দুই বান্ডিল টিকিট ছিল। তবে এক বান্ডিলের টিকিটে বাফুফের সরবরাহকৃত টিকিটের কোনো লোগো নেই বলে ওই টিকিটগুলো জাল বলে সন্দেহ করা হচ্ছে। তাদেরকে থানায় রাখা হয়েছে। ওসি আরও বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পেলে মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।