ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জিদান যুগ শুরু রোনালদো-রিয়ালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
জিদান যুগ শুরু রোনালদো-রিয়ালের ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগার ম্যাচে দেপোর্তিভো লা করুনার মুখোমুখি হতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এ ম্যাচের মধ্যদিয়ে রিয়ালের মূল কোচ হিসেবে অভিষেক হচ্ছে জিনেদিন জিদানের।

তাই প্রথম ম্যাচে মূলত সমর্থকদের চোখ থাকবে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এ তারকার ওপর। রিয়ালের ক্লাব ইতিহাসে প্রথম কোন ফ্রেঞ্চম্যান দলটির কোচের ভূমিকায় নামবেন।

গত মৌসুম শেষে সাবেক কোচ কার্লোস আনচেলত্তির জায়গায় রিয়ালের কোচ হয়ে আসেন রাফায়েল বেনিতেজ। তবে সাবেক লিভারপুল কোচের অধীনে লা গ্যালাকটিকোরা ১৮ লিগ খেলা শেষে বলার মতো কোন সাফল্য পায়নি। পরে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ একরকম বাধ্য হয়েই জিদানকে বেনিতেজের স্থলাভিষিক্ত করেন।

ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে দেপোর্তিভোকে আতিথিয়েতা জানাবে রিয়াল। ০৯ জানুয়ারি মধ্যরাতে বাংলাদেশ সময় দেড়টায় মুখোমুখি হবে দু’দল। আর শিরোপার লড়াইয়ে এ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই ক্রিস্টিয়ানো রোনালদোদের।

দলের মূল তিনটি শিরোপার মধ্যে রিয়ালের সামনে এখনও দুটি ট্রফি জয়ের সম্ভাবনা রয়েছে। লিগে ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ (৪১ পয়েন্ট) থেকে চার অঙ্ক পিছিয়ে রয়েছে লস ব্ল্যাঙ্কসরা। আর দ্বিতীয় স্থানে এক ম্যাচ কম খেলা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা (৩৯ পয়েন্ট) থেকেও দুই পয়েন্ট পিছিয়ে রিয়াল। চ্যাম্পিয়নস লিগে শেষ ১৬ তে পৌঁছে গেলেও কোপা দেল রে থেকে বহিষ্কার হয়েছে রিয়াল।

এ ম্যাচের আগে রিয়াল ‍অবশ্য কিছুটা নির্ভার থেকেই মাঠে নামতে পারে। কারণ দু’দলের শেষ পাঁচবারের দেখায় রিয়াল শতভাগ জয় দেখেছে। এছাড়া এ পাঁচবারে দেপোর্তিভোর জালে দলটি ২১বার বল পাঠিয়েছে।

প্রতিযোগিতামূলক ম্যাচে রিয়াল নিজেদের শেষ পাঁচ খেলায় তিনটি জয়ের বিপরীতে হেরেছে একটিতে। বাকি ম্যাচটি ড্র হয়। অন্যদিকে লিগ টেবিলের সাতে থাকা দেপোর্তিভো নিজেদের শেষ পাঁচ ম্যাচে জিতেছে একটি ও হেরেছে সমান ম্যাচে। বাকি তিনটি ম্যাচ ড্র করে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।