ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সেমিতে খেলতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
সেমিতে খেলতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর থেকে: বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে যেতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩। এমনটিই জানালেন বাংলাদেশ অলিম্পিক দলের অধিনায়ক রেজাউল করিম রেজা, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার জন্য কালকের ম্যাচটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, ফলে জেতার জন্য মাঠে নামবো আমরা।



শনিবার (০৯ জানুয়ারি) বিকেল ৪টায় যশোর শামস-উল হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারিতে ম্যাচ পূর্ববর্তী প্রেস ব্রিফিংয়ে এমন আশাবাদ ব্যাক্ত করেন রেজাউল করিম রেজা।

রেজা আরও বলেন, ‘আমরা দেশের মানুষের মুখে হাসি ফোটাব। আর এটাই আমাদের প্রত্যাশা। ম্যাচ প্রি-ব্রিফিং এ বাংলাদেশ দলের প্রধান কোচ গনজালো সানসেচ বলেন, ‘আমাদের টিমের মধ্যে তারুণ্য আছে, ওরা মাঠে নেমে বাহরাইনদের সাধারণ খেলায় ছন্দপতন ঘটাবে। ’

তিনি আরো বলেন, ‘আমাদের ছেলেদের প্রস্তুতি অনেক ভালো, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি ওরা মাঠে নেমে একটি ভালো কিছু উপহার দেবে। ’

সহকারী কোচ গোলাম জেলানি বলেন, ‘আমরা বাহরাইন দলকে ছোট করে দেখছি না। তাদের প্রতি সন্মান দেখিয়েই বলতে চাই আমরা জয় ছিনিয়ে আনার চেষ্টা করবো।

টিম ম্যানেজার সত্যজিৎ বলেন, ‘আমাদের ছেলেরা মাঠে নেমে লড়াই করেই দেশের মানুষের মুখে হাসি ফোটাবে। আমাদের ছেলেরা সব দিক থেকে ফিট। ওদের প্রতি আমাদের আস্থা আছে। ’

এর আগে একই স্থানে প্রি-ম্যাচ ব্রিফিং এ বাহারাইন দলের প্রধান কোচ মার্জান ইদ বলেন, ‘আমরা সেমিতে খেলতে চাই। আমরা আগামীকাল একটি ভালো খেলা উপহার দেব। আমাদের টিমের মধ্যে প্রচুর এ্যানার্জি আছে আমি আশা করি তারা সেটা মাঠের মধ্যে কাজে লাগাবে। ’

টিম ম্যানেজার তুর্কি আব্দুল্লা বলেন, ‘জেতার জন্য মনবল এবং প্রস্তুতি দুটোই আছে আমাদের। ’

বাংলাদেশ সময়: ১৮২০ ঘন্টা,০৯ জানুয়ারি ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।