ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মাঠে গড়ালো চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
মাঠে গড়ালো চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল ছবি : দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বেরাইদ আলহাজ্ব একেএম রহমত উল্লাহ স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৬। গেল তিন বছরের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টটির এটি চতুর্থ আসর।

আর চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ খান একাদশ ও বেরাইদ একাদশ লাল এর মধ্যকার খেলা গোল শূণ্য ড্র হয়েছে।
 
শনিবার (৯ জানুয়ারি)  বিকেলে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক এমপি, বিশেষ অতিথি ঢাকা ১১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম রহমত উল্লাহ ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ‍হাজী মো: জাহাঙ্গীর আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ফুটবল ব্যক্তিত্ব কায়সার হামিদ ও সাব্বির।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব একেএম রহমতউল্লাহ এমপি বলেন, ‘দেশের ফুটবলের সামগ্রিক উন্নয়নে  চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এদেশের ফুটবলের উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করবে। ’
 
আর বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এমপি এই টুর্নামেন্টের উত্তোরোত্তর উন্নতি কামনা করে বলেন, ‘আমি চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সাফল্য কামনা করছি। আমি আশা করি চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল বর্তমানের ধারাবাহিকতায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ’
 
২০টি দলের অংশগ্রহনে অনুষ্ঠিত চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
 
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ৯ জানুয়ারি, ২০১৬
এইচএল/এমএমএস     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।