ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সিটিজেনদের সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
সিটিজেনদের সহজ জয় ছবি: সংগৃহীত

ঢাকা: এফ কাপের চলতি আসরে সহজ জয় তুলে পরের রাউন্ড নিশ্চিত করেছে ম্যানুয়েল পেল্লেগ্রিনির ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ারের ফেভারিটরা ৩-০ গোলে হারিয়েছে নরউইচ সিটিকে।



নরউইচের ঘরের মাঠে আতিথ্য নেওয়া সিটিজেনদের হয়ে গোল করেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো, ইহেনাচো এবং ডি ব্রুইন।

ম্যাচের ১৬ মিনিটের মাথায় লিড নেওয়া গোল করেন আগুয়েরো। রাহিম স্টারলিংয়ের বানানো বলে গোল আদায় করেন তিনি। ৩১ মিনিটের মাথায় আগুয়েরোর বাড়ানো বলে নাইজেরিয়ান তারকা ইহেনাচো গোল করে ব্যবধান দ্বিগুন করেন। আর ৭৮ মিনিটে গঞ্জালেজের অ্যাসিস্ট থেকে দলের তৃতীয় গোলটি করেন বেলজিয়ান তারকা ডি ব্রুইন।

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।