ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ম্যানইউর কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
ম্যানইউর কষ্টার্জিত জয়

ঢাকা: ওয়েন রুনির শেষ মুহূর্তের পেনাল্টি থেকে পাওয়া গোলে কষ্টার্জিত জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। এফএ কাপে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জিতে আসরটির চতুর্থ রাউন্ড নিশ্চিত করলো লুইস ফন গালের শিষ্যরা।



ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শেফিল্ডকে ‍আতিথিয়েতা জানায় ম্যানইউ। তবে ম্যাচে নির্ধারিত সময়ে সমর্থকদের হতাশ করেন রেড ডেভিলস ফুটবলাররা।

তৃতীয় বিভাগের দল শেফিল্ডের বিপক্ষেও এদিন পেরে উঠতে পারছিলো না ম্যানইউ। একটি গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৯০ মিনিটেরও বেশি।

এদিকে ম্যাচের নির্ধারিত সময়ের পর দায়িত্বপ্রাপ্ত রেফারি অতিরিক্ত পাঁচ মিনিটের সময় বেঁধে দেন। আর ৯৩ মিনিটে মেমসিস দিপে আক্রমণে গেলে ফাউল করেন শেফিল্ড ফুটবলাররা। এ সময় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর এ পেনাল্টি থেকে দলের জয়সূচক গোলটি করেন ‍অধিনায়ক রুনি।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ১০ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।