ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রাসেল-গালিবের গোলে ফকিরাপুলের জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
রাসেল-গালিবের গোলে ফকিরাপুলের জয়

ঢাকা: বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে জয় পেয়েছে ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাব। অগ্রণী ব্যাংক লিমিটেডকে ২-১ গোলে হারিয়ে তারা এই জয় তুলে নেয়।

ফকিরাপুলের হয়ে গোল দুটি করেন গালিব ও রাসেল। আর অগ্রণী ব্যাংকের হয়ে একমাত্র গোলটি করেন আরিফ।

রোববার (১০ জানুয়ারি) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথমার্ধের শুরু থেকেই অগ্রণী ব্যাংককে চেপে ধরে ফকিরাপুল। সে ধারাবাহিকতায় প্রতিপক্ষের রক্ষণ সীমানায় একের পর এক আঘাত হেনে প্রতিপক্ষকে বিপর্যস্ত করে তোলে। প্রথমার্ধের ১৪ মিনিটে অগ্রণীর জালে বল জড়িয়ে ইয়ংমেন্সদের ১-০ তে এগিয়ে দেন গালিব। গালিবের গোলে এগিয়ে যাবার পর  সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে অগ্রণী ব্যাংক। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আরিফের গোল অগ্রণী ব্যাংককে ১-১ এ সমতায় ফেরায়।

তবে, সমতায় থাকাটা ফকিরাপুল ঠিক যেন মেনে নিতে পারেনি। ফলে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক হয়ে উঠে। ফলাফল পেতে সময় নেয়নি ঢাকার ঐতিহ্যবাহী এই ক্লাবটি। ৪৯ মিনিটে রাসেল অগ্রণীর জালে বল জড়ালে ২-১ এ এগিয়ে যায় ফকিরাপুল। এরপর আবার খেলায় ফিরতে অগ্রণী ব্যাংক চেষ্টা করলেও ইয়ংমেন্সদের রক্ষণের কারণে তা হয়ে না উঠায় খেলা শেষে ২-১ এ জয় নিয়ে মাঠ ছাড়ে ফকিরাপুল।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।