ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সহজ জয়ে চতুর্থ রাউন্ডে চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
সহজ জয়ে চতুর্থ রাউন্ডে চেলসি ছবি: সংগৃহীত

ঢাকা: এফ এ কাপে তৃতীয় বিভাগের দল স্কুন্টহ্রপ ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের সহজ জয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে চেলসি। দলের হয়ে একটি করে গোল করেন দিয়েগো কস্তা ও লোফ্টাস-চিক।

লোফ্টাস-চিক ব্লুজদের হয়ে ক্যারিয়ারের প্রথম গোল করেন।

রোববার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে লিগ ওয়ানের দল স্কুন্টহ্রপকে আমন্ত্রণ জানায় চেলচি। তবে খেলার দুই অর্ধের দুই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে গ্যাস হিদিঙ্কের শিষ্যরা।

এদিন খেলার ১৩ মিনিটেই এগিয়ে যায় চেলসি। ব্রানিস্লাভ ইভানোভিচের ক্রস থেকে দারুণ এক ভল্যিতে গোল করে দলের লিড নেন স্প্যানিশ স্ট্রাইকার কস্তা। আর বিরতির পর ম্যাচের ৬৮ মিনিটে নিচু শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন লোফ্টাস।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে চেলসি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ১১ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।