ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ব্রিসবেন ফাইনালে ফেদেরারের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
ব্রিসবেন ফাইনালে ফেদেরারের হার ছবি : সংগৃহীত

ঢাকা: ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালে মিলোস রাওনিকের কাছে হেরে গেলেন পুরুষ টেনিসের মহাতারকা রজার ফেদেরার। শিরোপা নির্ধারণী ম্যাচে সুইস তারকাকে ৬-৪ ও ৬-৪ গেমে হারান রাওনিক।



সামনে অস্ট্রেলিয়ান ওপেন, তাই বছরের প্রথম গ্র্যান্ড স্লামের আগে নিজেদের ঝালাই করতে নেমেছিলেন তিন নম্বর ও ১৪ নম্বর তারকা ফেদেরার ও রাওনিক। তবে নতুন বছরের প্রথম টুর্নামেন্টটা সুখকর হলো না রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরারের।

এরআগে ২০১৫ সালে দু’জনের সর্বশেষ দেখায় রাওনিক তিন সেটেই হেরেছিলেন। তাই এ ম্যাচ জিতে প্রতিশোধও নিয়ে নিলেন কানাডিয়ান তারকা রাওনিক। ফেদেরারের বিপক্ষে এ নিয়ে ১১ বারের দেখায় দু’বার জয় পেলেন রাওনিক।

বাংলাদেশ সময় : ১২৪১ ঘণ্টা, ১১ জানুয়ারি, ২০১৬
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।