ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বর্ষসেরা নারী ফুটবল কোচ জিল ইলিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
বর্ষসেরা নারী ফুটবল কোচ জিল ইলিস

ঢাকা: আমেরিকার নারী দলের কোচ জিল ইলিস জিতে নিলেন ২০১৫ বর্ষসেরা নারী ফুটবল কোচের পুরস্কার। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীদের মুখে যখন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং নেইমারের পাশাপাশি পুরুষ দলের কোচ লুইস এনরিক, জর্জ সাম্পাওলি আর পেপ গার্দিওলাকে নিয়ে আলোচনার ঝড় চলে, তখন হারিয়ে গিয়েছিল বর্ষসেরা নারী ফুটবল কোচের নামটি।



দলের দারুণ পারফরমেন্স বর্ষসেরা নারী ফুটবল কোচের খেতাব পাইয়ে দিয়েছে জিল ইলিসকে।

বর্ষসেরা নারী ফুটবল কোচের পুরস্কার জিততে জিল ইলিস পেছনে ফেলেছেন ওয়েলসের মার্ক স্যাম্পসন এবং জাপানের নোরিও সাসাকিকে।

২০১৫ সালে কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে জিল ইলিস আরেমিকাকে শিরোপা জেতাতে ভূমিকা রাখেন। একই টুর্নামেন্টে মার্ক স্যাম্পসন ওয়েলসকে তৃতীয় স্থান পাইয়ে দেন। এছাড়া তার অধীনে দলটি সাইপ্রাস কাপ জেতে। নারী বিশ্বকাপের বিশ্বমঞ্চে খেলা জাপানের কোচ সাসাকি দলকে দারুণভাবে শিরোপার ফাইনাল মঞ্চে তুলেছিলেন।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।