ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রিজার্ভ একাদশের আক্রমণভাগে ইব্রা-সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
রিজার্ভ একাদশের আক্রমণভাগে ইব্রা-সুয়ারেজ

ঢাকা: সোমবার (১১ জানুয়ারি) রাতে ফিফা ব্যালন ডি অরের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ২০১৫ সালের ফিফা ফিফপ্রো রিজার্ভ একাদশ ঘোষণা করা হয়। ফিফপ্রো একাদশের মতো রিজার্ভ একাদশেও স্থান পেয়েছেন বিশ্বসেরা ফুটবলাররা।



এ একাদশে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার রয়েছেন তিনজন ফুটবলার। আরও তিনজন রয়েছেন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের। আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের থেকে রিজার্ভ একাদশে জায়গা পেয়েছেন একজন।

ইংলিশ প্রিমিয়ার লিগের ভেফারিট দল থেকে রিজার্ভ একাদশে জায়গা করে নিয়েছেন তিনজন। যেখানে রয়েছে চেলসি, ম্যানচেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা। বাকি একজন অনুমিতভাবেই ফরাসি ভেফারিট পিএসজির।

বর্ষসেরা রিজার্ভ একাদশের আক্রমণভাগের দায়িত্ব দেওয়া হয়েছে পিএসজির জ্লাতান ইব্রাহিমোভিচ, বায়ার্নের লেভানোডফস্কি আর বার্সেলোনার লুইস সুয়ারেজকে।

মাঝমাঠের দায়িত্ব পেয়েছেন রিয়ালের টনি ক্রুস, ম্যানসিটির ইয়াইয়া তোরে আর চেলসির এডেন হ্যাজার্ড। রক্ষণভাগ সামলানোর দায়িত্ব পেয়েছেন বার্সার জরদি আলবা, জেরার্ড পিকে আর বায়ার্নের ডেভিড আলাবা, ফিলিপ লাম। গোলরক্ষক হিসেবে থাকছেন ম্যানইউয়ের ডেভিড ডি গিয়া।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।