ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রুনির জোড়াতেও পয়েন্ট খোয়ালো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
রুনির জোড়াতেও পয়েন্ট খোয়ালো ম্যানইউ ছবি: সংগৃহীত

ঢাকা: নিজে করেছেন দুই গোল। করিয়েছেন একটি।

ইংলিশ লিগে দুর্দান্ত ফর্মে থাকা ওয়েইন রুনির এমন উজ্জ্বল পারফরম্যান্সের পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না ম্যানচেস্টার ইউনাইটেড। দুই ধাপে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে কপাল পুড়ে রেড ডেভিলসদের।

নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ৩-৩ গোলের হতাশাজনক ড্র নিয়ে মাঠ ছাড়েন রুনি-মার্শাল-মাতা-ডিপাই-ফেলাইনিরা। অবশ্য, স্বাগতিক হিসেবে বল দখলের লড়াইসহ আক্রমণাত্মক ফুটবলে নজর কাড়ে নিউক্যাসল। পিছিয়ে থেকেও তাদের ম্যাচে ফেরাটা তো এরই প্রমাণ।

সেন্ট জেমস পার্কে খেলা শুরুর ৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোলের খাতায় নাম লেখান রুনি। ৩৮ মিনিটে রুনির পাসে লিড দ্বিগুন করেন মিডফিল্ডার জেসে লিনগার্ড। এর চার মিনিট পরেই নিউক্যাসলের হয়ে একটি গোল পরিশোধ করেন ডাচ স্ট্রাইকার জর্জিনিও উইজনাল্ডাম। ২-১ গোলে এগিয়ে থেকে রিবতিতে যায় ভিজিটররা।



দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের সমতায় ফেরান সার্বিয়ান স্ট্রাইকার আলেক্সান্ডার মিত্রোভিচ। ৭৯ মিনিটে রুনির দ্বিতীয় গোলে আবারো এগিয়ে যায় রেড ডেভিলসরা। ম্যাচ যখন শেষের দিকে তখনই লুইস ফন গালের শিষ্যদের ‍দুঃস্বপ্ন উপহার দেয় স্বাগতিকরা। ইনজুরি সময়ের আগমুহূর্তে ইংলিশ ডিফেন্ডার পল ডুমেটের গোলে ম্যাচে আসে ৩-৩ সমতা। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দু’দল।

পয়েণ্ট টেবিলে ২১ ম্যাচে ৯ জয়, সাত ড্র ও পাঁচ পরাজয়ে ৩৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ম্যানইউ। সমান ম্যাচে মাত্র ১৮ পয়েন্টে আঠার নম্বরে নিউক্যাসল। আর এক ম্যাচ করে কম খেলে শীর্ষ তিনে যথাক্রমে আর্সেনাল (৪২ প.), লিচেস্টার সিটি (৪০) ও ম্যানসিটি (৩৯)।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।