ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মেসি-নেইমার-রোনালদোর চেয়েও এগিয়ে সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
মেসি-নেইমার-রোনালদোর চেয়েও এগিয়ে সুয়ারেজ ছবি : সংগৃহীত

ঢাকা: ব্যালন ডি’অরের সেরা তিনের তিনজনকেই পেছনে ফেললেন লুইস সুয়ারেজ। দ্রুততম সময়ে ৩০টি গোল করে দুই ক্লাব সতীর্থ লিওনেল মেসি, নেইমার ও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন উরুগুইয়ান স্ট্রাইকার।



শুধু তাই নয়, ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে সুয়ারেজই প্রথম খেলোয়াড়, যিনি কিনা চলতি মৌসুমে সবার আগে ত্রিশটি গোল করেছেন। অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটিতে এ কীর্তি গড়েন ২৯ বছর বয়সী এ স্ট্রাইকার।

ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচটিতে ৩-১ গোলের জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা। যার প্রথমটি আসে সুয়ারেজের পা থেকে। বাকি দু’টি করেন জেরার্ড পিকে ও নেইমার। দুই লেগ মিলে ৫-২ ব্যবধানের দাপুটে জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে কাতালানরা।

গত মৌসুমে সব মিলিয়ে ৪৩ ম্যাচে ২৫টি গোল করা সুয়ারেজের এ মৌসুমে ত্রিশ গোলের কোটা পূরণ করতে লাগল ৩১ ম্যাচ। ২৭ ম্যাচ শেষে তিন গোলে পিছিয়ে রোনালদো। আর মেসি-নেইমারের গোল সংখ্যা যথাক্রমে ২০ (২৫ ম্যাচে), ২১ (২৬)।

২০১৫-১৬ মৌসুম শুরুর পর সুয়ারেজের করা গোলের মধ্যে ১৮টি ‍আসে লা লিগা থেকে। চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে পাঁচটি করে। আর উয়েফা সুপার কাপ ও কোপা দেল রে আসরে একটি করে গোল করেন মেসি-নেইমার-রোনালদোকে ছাড়িয়ে যাওয়া সুয়ারেজ!

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।