ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মেসি উন্মোচন করলেন পাঁচ ব্যালন ডি’অর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
মেসি উন্মোচন করলেন পাঁচ ব্যালন ডি’অর ছবি: সংগৃহীত

ঢাকা: পঞ্চমবারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি। ২০১৫ সালের বর্ষসেরা ফুটবলার হতে আর্জেন্টাইন অধিনায়ক পেছনে ফেলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো ও ক্লাব বার্সেলোনা সতীর্থ নেইমারকে।

আর সর্বশেষ ট্রফিটি জেতার পর ফুটবলের ক্ষুদে যাদুকর নিজের ঘরে পাঁচটি ব্যালন ডি’অর ট্রফি একসঙ্গে উন্মোচন করলেন।

এবারের ব্যালন ডি’অর জেতার পর মেসির স্পন্সর প্রতিষ্ঠান ‘অ্যাডিডাস’ তাকে আরও সম্মানিত করলো। কাতালান স্ট্রাইকারকে এক জোড়া ‘প্লাটিনাম’ বুট উপহার দিল খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি।

২০১৫ সালে স্প্যানিশ জায়ান্ট বার্সা ও জাতীয় দল আর্জেন্টিনার হয়ে ৫২টি গোল করেন মেসি। এ সময় ক্লাবের হয়ে জেতেন সম্ভাব্য পাঁচটি ট্রফি। দেশকে নিয়ে যান কোপা আমেরিকার ফাইনালে। আর এ অসাধারণ অর্জন মনে রাখতে মূল্যবান জুতো জোড়া উপহার পান তিনি।

জুতো জোড়াটি তৈরি করা হয়েছে মেসির বর্তমান ১৫ নম্বর মডেল অনুযায়ী। তবে সত্যিকারের প্লাটিনামে তৈরি বুটটি এরআগে কখনওই দেখেনি ফুটবল বিশ্ব। জুতোর পেছনে ও বাঁ পাঁয়ের পাতার নিচে পাঁচটি বিন্দুর মধ্যে মাঝখানেরটি প্লাটিনামের। আর বাকি চারটি স্বর্ণের। আর বুটের ডান পাঁয়ের নিচে স্প্যানিশ ভাষায় একটি বাক্য লেখা রয়েছে যার বাংলা অর্থ দাঁড়ায় ‘সব সময়ের সেরা’।

গত সোমবার সুইজারল্যান্ডের জুরিখে ৪১.৩৩ শতাংশ ভোট পেয়ে ব্যালন ডি’অর জেতেন মেসি। রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো ২৭.৭৬ শতাংশ আর নেইমার ৭.৮৬ শতাংশ ভোট পান।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ১৩ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।