ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রাঙামাটিতে মাউন্টেন বাইক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
রাঙামাটিতে মাউন্টেন বাইক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চার দশক পূর্তি উপলক্ষে রাঙামাটিতে মাউন্টেন বাইক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় কাপ্তাই উপজেলার সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এ প্রতিযোগিতা শুরু হয়।



প্রতিযোগিতায় ৩৯ মিনিট ৫০ সেকেন্ডের মধ্যে প্রায় ২০ কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে প্রথম হয়েছেন রনি মাসুদ রানা, ৪১ মিনিট ১২ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন মাসুদ এবং তৃতীয় হয়েছেন মিজানুল আজম। তিনি সময় নিয়েছেন ৪১ মিনিট ৪৩ সেকেন্ড।

রাঙামাটি ও চট্টগ্রাম থেকে প্রায় ২৫ জন প্রতিযোগী মাউন্টেন বাইক প্রতিযোগিতায় অংশ নেন।

পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।