ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে মহিলা রেপিড রেটিং দাবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
শুরু হচ্ছে মহিলা রেপিড রেটিং দাবা

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশন ও বাংলাদেশ মহিলা দাবা সমিতির আয়োজনে এবং প্রবাসী দাবা খেলোয়াড় নেয়ামুল হক নিরুর আর্থিক পৃষ্ঠপোষকতায় প্রথম শামসুন নাহার মহিলা রেপিড রেটিং দাবা প্রতিযোগিতা আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হবে আসন্ন প্রতিযোগিতাটি।

দুই দিনব্যাপী এ রেপিড দাবায় মহিলা ও বালিকা অংশগ্রহণ করতে পারবেন।

অংশগ্রহণে আগ্রহী মহিলা ও বালিকাদের আগামী ১৮ জানুয়ারির মধ্যে নির্ধারিত এন্ট্রি ফি-সহ বাংলাদেশ দাবা ফেডারেশনে নাম জমা দিতে অনুরোধ করা হয়েছে।

আসন্ন প্রতিযোগিতার খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।