ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

১১তম শিরোপা জিতলেন সানিয়া-হিঙ্গিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
১১তম শিরোপা জিতলেন সানিয়া-হিঙ্গিস

ঢাকা: মৌসুমের দ্বিতীয় শিরোপা জিতলেন সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি। ইন্দো-সুইস এই জুটি সিডনি ইন্টারন্যাশনাল খেতাব জিতেছেন।

মোট ১১টি শিরোপা জিতলেন এই জুটি।

সানিয়া-হিঙ্গিস জুটি নতুন বছরটি শুরু করেছিলেন জয় দিয়ে। ব্রিসবেন শিরোপা জিতে শুরু হয় তাদের।

সিডনি ইন্টারন্যাশনাল শিরোপা জিততে সানিয়া-হিঙ্গিস হারান ক্যারোলিন গার্সিয়া ও ক্রিস্টিনা ম্লাদেনোভিচ জুটিকে। ফাইনালের মঞ্চে এক ঘণ্টা ১৩ মিনিটের ম্যাচে সানিয়া-হিঙ্গিস প্রথম সেটে হেরে বসেন ১-৬ ব্যবধানে। তবে, পরের দুই সেটে ৭-৫ ও ১০-৫ হারিয়েছেন গার্সিয়া-ক্রিস্টিনা জুটিকে।

ফাইনালের এই ম্যাচে জয়ের মধ্যদিয়ে ইন্দো-সুইস এই জুটি টানা ৩০ ম্যাচে জয় তুলে নিয়েছেন। ২০১৫ সালে ডব্লিউটিএ ফাইনালসহ মোট ৯টি শিরোপা জিতেছিলেন অপ্রতিরোধ্য এই জুটি।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।