ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নিয়ম রক্ষার ম্যাচেও হারলো অলিম্পিক দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
নিয়ম রক্ষার ম্যাচেও হারলো অলিম্পিক দল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বঙ্গববন্ধু স্টেডিয়াম থেকে: বঙ্গবন্ধু গোল্ডকাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে কম্বোডিয়ার কাছে ১-০ গোলে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই এবারের মিশন শেষ করলো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল তথা অলিম্পিক দল। তিন ম্যাচের দুটিতে হার ও একটি ড্র’য়ে বাংলাদেশের পয়েন্ট ১।

আর তিন ম্যাচের দুটিতে হার ও একটিতে জয়ে কম্বোডিয়ার পয়েন্ট ৩। বাংলাদেশের বিপক্ষে এই জয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের এবারের আসরে নিজেদের প্রথম জয় পেল বিদায় নেওয়া কম্বোডিয়া।

শনিবার (১৬ জানুয়ারি) বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ অলিম্পিক দল ও কম্বোডিয়ার মধ্যকার ‘বি’ গ্রুপের  শেষ ম্যাচটি ছিল মূলত নিয়ম রক্ষার। কেননা, এই ম্যাচের আগেই পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনাল ‍নিশ্চিত করে অন্য দুই দল মালদ্বীপ ও বাহরাইন। তারপরেও নিয়ম রক্ষার এই ম্যাচে আক্রমণ ও পাল্টা আক্রমণ করে এগিয়ে যাওয়ার চেষ্টার  কমতি ছিলনা বিদায় নেওয়া কোনো দলেরই।

প্রধমার্ধে আক্রমণের প্রতিযোগিতায় এগিয়ে ছিল বাংলাদেশ। আর এর শুরুটা হয়েছিল ৩৩ মিনিটে। বেশ সংঘবদ্ধ একটি আক্রমণ  রচনা করে রেজাউল করিমরা কম্বোডিয়া সীমানায় গেলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল পাওয়া হয়নি। এরপর ৪০ মিনিটে স্বাগতিক শিবিরে গোলের সম্ভাবনা তৈরি করেও ব্যর্থ হন লাল-সবুজের ফরোয়ার্ড সজিব। প্রথমবার  ব্যর্থ হবার ঠিক সাত মিনিট পর আবার সিফাতের পাস থেকে গোলের সুযোগ পেয়েও স্কোরলাইন সমৃদ্ধ করতে ব্যর্থ হলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় অলিম্পিক দল।

বিরতির পর মাঠে অবশ্য এগিয়ে ছিল কম্বোডিয়া। কেননা, দ্বিতীয়ার্ধ শুরুর তিন মিনিটেই বাংলাদেশ সীমানায় বেশ আশা জাগানিয়া আক্রমণ করে স্বাগতিকদের রক্ষণভাগ কাঁপিয়ে তোলে তাইহুন লি’র শিষ্যরা। এর ঠিক সাত মিনিট পর আবার দলটির আক্রমণভাগের খোলোয়াড় তোলা নুব গোলের দারুণ একটি সম্ভাবনা জাগালেও গোলরক্ষক জিয়াউর রহমানের দক্ষতায় এই যাত্রায়ও বেঁচে যায় কোচ গঞ্জালো সানচেজ মরিনোর শিষ্যরা।

সে যাত্রায় বেঁচে গেলেও দ্বিতীয়ার্ধের ২৬ মিনিটের মাথায় গোলের হাত থেকে বাঁচতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। কম্বোডিয়ার দারুণ এক ডিফেন্স চেঁড়া আক্রমণে ভান্ডিত সন’র পাস থেকে দিনা টিটের গোলে ১-০ তে এগিয়ে যায় কম্বোডিয়া।

কম্বোডিয়ার এগিয়ে যাবার পর খেলায় ফিরতে আপ্রাণ চেষ্টা করে বাংলাদেশ অলিম্পিক দল। কিন্তু কম্বোডিয়ার গড়া রক্ষণদূর্গে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হলে ম্যাচ শেষে হারের যন্ত্রণা নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজের দলকে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।