ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আগুয়েরোর জোড়া গোলে সিটির বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
আগুয়েরোর জোড়া গোলে সিটির বড় জয়

ঢাকা: সার্জিও আগুয়েরোর জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। এ জয়ের ফলে লিগ টেবিলের দ্বিতীয়স্থানে উঠে আসলে ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা।

দলের হয়ে এদিন আরও একটি করে গোল করেন ফ্যাবিয়ান দেল্প ও ডেভিড সিলভা।

শনিবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ক্রিস্টালকে আমন্ত্রণ জানায় সিটিজেনরা। আর ম্যাচের শুরু থেকেই চওড়া হয়ে খেলতে থাকা দলটি ২২ মিনিটে লিড নেয়। ইংলিশ ফুটবলার দেল্পের গোলে এগিয়ে যায় সিটি। আর ম্যাচের ৪১ মিনিটে কেলেছি প্রোমিসের অ্যাসিস্টে আগুয়েরো গোল করলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর লিড বাড়াতে বেশি সময় নেয়নি ম্যানসিটি। খেলার ৬৮ মিনিটে কেভিন ডি ব্রুইনের সহায়তায় নিজের জোড়া গোল পূর্ণ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো।

এ ম্যাচটি আসলে আগুয়েরোকে ঘিরেই বড় জয় নিশ্চিত করে সিটিজেনরা। খেলার ৮৪ মিনিটে তারই অ্যাসিস্টে স্প্যানিশ ফুটবলার সিলভা গোল করে ক্রিস্টালের জালে একহালি গোল পূর্ণ করেন।

ম্যাচের বাকি সময় আর কোন গোল না হওয়ায় বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। ২২ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে রয়েছে দলটি। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি পেয়ে শীর্ষে লিচেস্টার সিটি। আর এক ম্যাচ কম খেলা আর্সেনাল ৪৩ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।