ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

আত্মঘাতী গোলের খেলায় জয় বঞ্চিত ইন্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
আত্মঘাতী গোলের খেলায় জয় বঞ্চিত ইন্টার ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান সিরিআ লিগে আটলান্টার বিপক্ষে ১-১ গোলে ড্র করে মূলবান পয়েন্ট খোয়ালো ইন্টারমিলান। মজার বিষয় দু’দলের একটি করে গোল এসেছে আত্মঘাতী গোল থেকে।



শনিবার রাতে বারগামোয় আতিথিয়েতা নিতে যায় ইন্টার। তবে এ মৌসুমে দারুণ খেলা রবার্টো ম্যানচিনির শিষ্যরা শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।

এদিন খেলার ১৭ মিনিটে মুরিলোর আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় আটলান্টা। তবে ম্যাচের ২৫ মিনিটে রাফায়েল টোলোই নিজেদের জালেই বল জড়ালে সমতায় ফেরে ইন্টার।

কিন্তু খেলার বাকি সময় দু’দলের ফুটবলাররা বেশ কয়েকটি চেষ্টা করলেও আর গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ইন্টার।

এ ড্রয়ের ফলে ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে ইন্টার। আর সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।