ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জিদানের চোখে রোনালদোই বিশ্বসেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
জিদানের চোখে রোনালদোই বিশ্বসেরা ছবি: সংগৃহীত

ঢাকা: লিওনেল মেসির কাছে ব্যালন ডি’অর হাতছাড়া করার পরই গুজব রটে, রিয়াল মাদ্রিদে এটিই হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ মৌসুম। পর্তুগিজ তারকার পারফরম্যান্স নিয়েও ব্যাপক সমালোচনা শুরু হয়।

এমনকি, নিজ জন্মভূমি পর্তুগালে রোনালদোর মূর্তির পিঠের অংশে কে বা কারা রঙ দিয়ে মেসির নাম এঁকে দেন। তবে এতোকিছুর পরও রোনালদোকে এখনো বিশ্বসেরা মানতে মোটেও দ্বিধাবোধ করছেন না রিয়াল কোচ জিনেদিন জিদান।

রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা চলতি মৌসুমে ইতোমধ্যেই ২৫ ম্যাচে ২৫টি গোল করেছেন। তা সত্ত্বেও যেন সমালোচকরা রোনালদোর সমালোচনায় সরব! কিন্তু, ত্রিশ বছর বয়সী রোনালদোর ওপর ভরসা রাখছেন জিদান। শুধু তাই নয়, সান্তিয়াগো বার্নাব্যুতে কোচ হিসেবে নিজের দ্বিতীয় জয়ের লক্ষ্যে রোনালদো সামনে থেকে দলকে নেতৃত্ব দেবেন বলেও আশা প্রকাশ করেন ফ্রেঞ্চ কিংবদন্তি।

এক প্রেস কনফারেন্সে রোনালদো প্রসঙ্গে জিদান বলেন, ‘রোনালদোর ওপর আমার পূর্ণ সমর্থন থাকবে। তাকে ঘিরে বিভিন্ন রকম কথা হচ্ছে। অনেকেই তার সমালোচনা করছেন। কিন্তু, তার পারফরম্যান্স নিয়ে আমি বেশ সন্তুষ্ট। সে দলের অন্যতম সেরা তারকা। আমার চোখে, রোনালদোই এখনো বিশ্বসেরা। সে একজন অসাধারণ খেলোয়াড়। ’

প্রসঙ্গত, দেপোর্তিভো লা করুণার বিপক্ষে ৫-০ গোলের জয়ে দুর্দান্ত অভিষেকের পর এবার স্পোর্টিং গিজনের মুখোমুখি হচ্ছেন জিদান। বেল-বেনজেমা-রোনালদোরা এ ম্যাচেও দূরন্ত জয় উপহার দেবেন, এমন আশাবাদই ব্যক্ত করেন গ্যালাকটিকোদের কোচ। বার্নাব্যুতে লা লিগার ম্যাচটি বাংলাদেশ সময় রোববার (১৭ জানুয়ারি) রাত ৯টায় শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।