ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ওল্ড ট্রাফোর্ডে ফিরছেন ফার্গুসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
ওল্ড ট্রাফোর্ডে ফিরছেন ফার্গুসন ছবি : সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেডের কোচিং ম্যানেজমেন্টে যুক্ত হতে পারেন রেড ডেভিলসদের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। তবে অবসর ভেঙে কোচ হিসেবে ফিরবেন না, ওল্ড ট্রাফোর্ডে ৭৪ বছর বয়সী এ স্কটিশকে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে।

ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা ‘দ্য সানডে পিপল’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে।

সূত্রমতে, লুইস ফন গাল বরখাস্ত হলে ম্যানইউর প্রধান কোচের পদে নিযুক্ত হবেন সহকারী কোচের দায়িত্বে থাকা রায়ান গিগস। সেক্ষেত্রে সাবেক শিষ্য গিগসকে পরামর্শ দেবেন ফার্গুসন। অবশ্য, সাবেক ক্লাবের ডাগআউটে ফিরতে আগ্রহী নন তিনি। তাই বলা যেতেই পারে, কোচ হিসেবে নয়, পরামর্শক হিসেবেই ম্যানইউর কোচিং ম্যানেজমেন্টে ফিরছেন ফার্গুসন!

তবে কি অচিরেই সাবেক ক্লাবের সঙ্গে নতুন বন্ধনে জড়াচ্ছেন ফার্গুসন? সূত্রমতে জানা যায়, ইংলিশ লিগে রোববারের (১৭ জানুয়ারি) হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলের বিপক্ষে বাজেভাবে হারলে ম্যানইউর কোচের চাকরি হারাতে পারেন ফন গাল। এরপর কি হবে কা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না!

প্রসঙ্গত, ম্যানইউর হয়ে দীর্ঘ ২৭ বছরের (১৯৮৬-২০১৩) বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ার ফার্গুসনের। এ সময়ে তার অধীনে ১৩টি লিগ শিরোপা, পাঁচটি এফএ কাপ, চারটি লিগ কাপ, ১০টি এফএ চ্যারিটি/ কমিউনিটি শিল্ড, দু’টি চ্যাম্পিয়নস লিগ, একটি করে উয়েফা সুপার কাপ, উয়েফা কাপ উইনার্স কাপ, ইন্টারকন্টিনেল্টাল কাপ ও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপা উল্লাসে মাতে রেড ডেভিলসরা।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।