ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বাংলাদেশ চাপে থাকবে: বাহরাইন কোচ

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
বাংলাদেশ চাপে থাকবে: বাহরাইন কোচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে সোমবার (১৮ জানুয়ারি) বাহরাইন ও বাংলাদেশের মধ্যকার ম্যাচে স্বাগতিক হিসেবে চাপে থাকবে বাংলাদেশ। আর প্রতিপক্ষের সেই চাপের সুযোগ নিয়েই সেমিফাইনাল জিতে বাহরাইন ফাইনালে খেলবে বলে আশার জাল বুনছেন দলটির কোচ মারজান ঈদ।



রোববার (১৭ জানুয়ারি) বাফুফে ভবনে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানান, সেমিফাইনালের এই ম্যাচটি আমাদের নবীন খেলোয়াড়দের জন্য দারুণ একটি সুযোগ। কেননা ম্যাচটি জিতলেই আমাদের জন্য ফাইনালে ‍যাবার হাতছানি থাকছে। আমি মনে করি, এই ম্যাচটি শুধু আমাদের প্লেয়ারদের জন্যই নয় আমাদের ভক্তদের জন্যও একটি উপভোগ্য ম্যাচ হবে।

তবে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালের এই ম্যাচটি শুরুর আগে একটি বিষয়ই কোচকে ভাবাচ্ছে আর সেটি হলো, দলটির যশোর থেকে ঢাকায় ভ্রমনের ক্লান্তি। যা এই ম্যাচে দলটির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারপরেও আশার প্রদ্বীপ জ্বালাতে কুণ্ঠা বোধ করছেন না মারজান ঈদ। সেরা খেলাটি শিষ্যদের দিয়ে খেলিয়ে ফাইনালে খেলতে এক রকম মুখিয়েই আছেন তিনি।

সেমির ম্যাচে ফেভারিট কারা? সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবটা তিনি দিলেন বেশ সাহসের সঙ্গেই ‘এই ম্যাচে ফেভারিট আমরাই। ছেলেদের উপর আমার আত্মবিশ্বাস আছে। তারা ভাল খেলবে। ’

একাদশে কোন পরিবর্তন আছে? উত্তরে তিনি জানান ‘না আমাদের একাদশে কোন পরিবর্তন নেই। ’

সবশেষে বাংলাদেশ দলের প্রশংসা করে তিনি জানান, এই ম্যাচে বাংলাদেশ তাদের সিনিয়র দল নিয়ে আমাদের বিপক্ষে খেলবে। গুণগত মান ও শারীরিক বিবেচনায় তারা আমাদের চেয়ে এগিয়ে থাকলেও আমরা আমাদের শতভাগ দিয়েই জিততে চাইবো।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ১৭ জানুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।