ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

পরিচয় পত্র দেখালেই সেমিফাইনাল ও ফাইনাল দেখার সুযোগ

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
পরিচয় পত্র দেখালেই সেমিফাইনাল ও ফাইনাল দেখার সুযোগ

ঢাকা: বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ দেখতে স্কুল, কলেজ কিংবা বিশ্ব বিদ্যালয়গামী শিক্ষার্থীদের টিকিট লাগবে না। টিকিট ছাড়াই তারা ঢাকায় বঙ্গবন্ধু গোল্ডকাপের চলতি আসরের সেমিফাইনাল ও ফাইনাল দেখতে পারবেন।



তবে এক্ষেত্রে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বৈধ পরিচয় পত্র দেখাতে হবে। রোববার (১৭ জানুয়ারি) বাফুফে ভবনে বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী।

এদিন তিনি জানান, ‘স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের বৈধ পরিচয় প্রত্র দেখিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ দেখার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। বৈধ পরিচয় পত্র সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৫নং বা পূর্ব পাশের গেট দিয়ে শিক্ষার্থীরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। ’

সোমবার (১৮ জানুয়ারি) বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে বাহরাইন। উল্লেখ্য, গেল ১৪ জানুয়ারি থেকেই বঙ্গবন্ধু গোল্ডকাপের ম্যাচ শিক্ষার্থীদের জন্য ফ্রি করা হয়। এবার হাইভোল্টেজ সেমিফাইনাল  ও ফাইনাল ম্যাচেও তারা একই সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০১৬
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।