ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রুনির গোলে হারলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
রুনির গোলে হারলো লিভারপুল ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েইন রুনির একমাত্র গোলে হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ অ্যানফিল্ডে ভালো খেলেও জয় বঞ্চিত হলো জার্গেন ক্লপের লিভারপুল।



ম্যানইউয়ের হয়ে মাঠে নামেন ডি গিয়া, ইয়ং, স্মলিং, ব্লাইন্ড, স্নেইডারলিন, ফেল্লাইনি, হেরেরা, মার্সিয়াল, রুনির মতো তারকারা। লিভারপুলের হয়ে মাঠে ছিলেন মিগনোলেট, ইয়াইয়া তোরে, হেন্ডারসন, লালানা, মিলনার, ফিরমিনোর মতো তারকারা।

ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল আদায় করে নিতে পারেনি। পুরো ম্যাচে ৫৩ শতাংশের বেশি বল দখলে রেখেছিল লিভারপুল। তবে, অতিথিদের শেষ দিকের আক্রমণে উল্টো হার মেনে মাঠ ছাড়তে হয় অলরেডসদের।

ম্যাচের ৭৮ মিনিটের মাথায় দলকে জয়সূচক গোলটি পাইয়ে দেন ইংলিশ তারকা রুনি। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করেন ফেল্লাইনি। লিভারপুলের গোলবারে লেগে বল ফিরে এলে ফিরতি শট নেন রুনি। তাতেই বল জালে জড়ায়।

এ ম্যাচে জয়ের ফলে টেবিলের পঞ্চম স্থানে উঠে আসা ম্যানইউ ৩৭ পয়েন্ট অর্জন করলো। তাদের সমান ২২ ম্যাচ খেলে লিভারপুলের পয়েন্ট ৩১।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, ১৮ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।